করোনা: কুষ্টিয়ায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন একই পরিবারের ৩ জন
কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ১৮ জনের মধ্যে একই পরিবারের ৩জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। একই সঙ্গে জেলায় সামগ্রিকভাবে আক্রান্তের সংখ্যাও কমতে শুরু করেছে।
গত ২৪ এপ্রিল ঢাকা থেকে পালিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একই পরিবারের তিনজন সদস্য কুষ্টিয়ায় আসেন তারা। শনিবার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। সুস্থ হওয়া তিনজন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার বাসিন্দা।
এছাড়াও গত এক সপ্তাহে কুষ্টিয়ায় একজনও করোনা আক্রান্ত হয়নি। এ জেলায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরার সংখ্যা দাঁড়ালো ৫জনে।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান,জেলায় আক্রান্তদের অধিকাংশ বাইরে থেকে আক্রান্ত হয়ে এখানে এসেছেন। তারা সবাই দ্রুতই সুস্থ হয়ে উঠছেন। এ পর্যন্ত আক্রান্ত ১৯জনের মধ্যে ৫জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। বাকীরাও দ্রুত সুস্থ হয়ে উঠছেন। এছাড়া জেলায় আক্রান্তের সংখ্যাও কমতে শুরু করেছে।
তিনি আরো জানান,এ পর্যন্ত জেলার ৮৮২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়। এর মধ্যে ৭০৯ জনের রিপোর্ট পাওয়া গেছে। তার মধ্যে ১৯জনের করোনা পজেটিভ। বাকীদের রিজাল্ট পাওয়ার অপেক্ষায়।