কালীগঞ্জে জীবানুনাশক টানেল স্থাপন (ভিডিও)
ঝিনাইদহঃ
করোনা ভাইরাস প্রতিরোধে ঝিনাইদহের কালীগঞ্জে জীবানুনাশক টানেল স্থাপন করা হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে শহরের মধুগঞ্জ বাজারের জনতা ব্যাংকের সামনে এ টানেলের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের কারিগরী সহায়তায় ও কালীগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় এই জীবনুনাশক টানেল স্থাপন করা হয়।
এখন থেকে এই জীবানুনাশক টানেলের ভিতর দিয়ে প্রবেশ করে মধুগঞ্জ বাজারে আগত মানুষেরা কেনাকাটা করতে পারবে। এই টানেলের মধ্য দিয়ে মানুষ একমুখী যাতায়াত করতে হবে। এ দিয়ে কিছুটা হলেও করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে।
জীবানুনাশক টানেল উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম, ৫৫ পদাতিক ডিভিশনের ৮৮ পদাতিক ব্রিগেডের ২ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে.ক. নাসির উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী প্রমুখ।
ভিডিও দেখুন…