ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাট দুলাভাইয়ের হাতে শ্যালক খুন

Reporter Name

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলায় পাওনা টাকা সংক্রান্ত ঘটনার জের ধরে দুলাভাই ও ভাগ্নের হাতে নির্মমভাবে খুন হয়েছে সবুর শিকদার (৪৫) নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার বিকেলে শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে ।

নিহত সবুরের আপন শ্যালক আলতাব হোসেন শেখ ও ভাগ্নে প্রিন্স এই কান্ডের সাথে জড়িত বলে স্থানীয় জানান। খবর পেয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ এসকে আব্দুল্লাহ্ আল সাইদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার ধানসাগর গ্রামের শামসু শিকদারের ছেলে সবুর শিকদারের কাছে ১২ হাজার টাকা পাওনা ছিলো তারই ভগ্নিপতি প্রতিবেশী আশরাফ আলী শেখের ছেলে আলতাব শেখের। বেশ কিছুদিন ধরে টাকা আদায় নিয়ে উভয়ের মধ্যে দেন দরবার চলছিল। বৃহস্পতিবার সকালে ধানসাগর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলাউদ্দিন হাওলাদারের মধ্যস্থতায় শালিশ বৈঠক হয়। পরে বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে আলতাব শেখ (৪৫) ও তার ছেলে প্রিন্স শেখ (২৮) মিলে সবুরের মাথায় কাঠ দিয়ে উপর্যুপুরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই সবুর নিহত হন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ্ আল সাইদ জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। শরণখোলা থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের আটকের জন্য পুলিশী অভিযান অব্যহত রয়েছে।

About Author Information
আপডেট সময় : ০৯:৩৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
২৪৪ Time View

বাগেরহাট দুলাভাইয়ের হাতে শ্যালক খুন

আপডেট সময় : ০৯:৩৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলায় পাওনা টাকা সংক্রান্ত ঘটনার জের ধরে দুলাভাই ও ভাগ্নের হাতে নির্মমভাবে খুন হয়েছে সবুর শিকদার (৪৫) নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার বিকেলে শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে ।

নিহত সবুরের আপন শ্যালক আলতাব হোসেন শেখ ও ভাগ্নে প্রিন্স এই কান্ডের সাথে জড়িত বলে স্থানীয় জানান। খবর পেয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ এসকে আব্দুল্লাহ্ আল সাইদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার ধানসাগর গ্রামের শামসু শিকদারের ছেলে সবুর শিকদারের কাছে ১২ হাজার টাকা পাওনা ছিলো তারই ভগ্নিপতি প্রতিবেশী আশরাফ আলী শেখের ছেলে আলতাব শেখের। বেশ কিছুদিন ধরে টাকা আদায় নিয়ে উভয়ের মধ্যে দেন দরবার চলছিল। বৃহস্পতিবার সকালে ধানসাগর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলাউদ্দিন হাওলাদারের মধ্যস্থতায় শালিশ বৈঠক হয়। পরে বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে আলতাব শেখ (৪৫) ও তার ছেলে প্রিন্স শেখ (২৮) মিলে সবুরের মাথায় কাঠ দিয়ে উপর্যুপুরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই সবুর নিহত হন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ্ আল সাইদ জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। শরণখোলা থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের আটকের জন্য পুলিশী অভিযান অব্যহত রয়েছে।