দুই নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ চুয়াডাঙ্গায় ৩৫ জনের করোনা শনাক্ত
চুয়াডাঙ্গাঃ
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে জেলা প্রশাসনের দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর হাসপাতালের একজন চিকিৎসক, আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯ জন স্বাস্থ্যকর্মী, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দু’জন স্বাস্থ্যকর্মী ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দু’জন ও মারা গেছেন একজন।
শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে মোট ১০৮টি নমুনার প্রতিবেদন আসে। তার মধ্যে ৩৫ জন করোনা শনাক্ত হয়েছেন।