ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

খুলনার ল্যাবে নার্সসহ ৭ জনের করোনা শনাক্ত, উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

Reporter Name

খুলনা প্রতিনিধিঃ

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে একজন নার্সসহ ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫ জনের বাড়ি খুলনায়, বাকি দুইজন বাগেরহাট জেলার। আজ সোমবার রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য নিশ্চিত করেছেন খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।

তিনি জানান, আজ সোমবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে খুলনা জেলার নমুনা ছিলো ৬৭টি। এদের মধ্যে ৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ৫ জনই খুলনার। বাকি দুইজন বাগেরহাট জেলার।

তিনি আরও জানান, খুলনায় আক্রান্তদের মধ্যে একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নার্স, তিনি সপ্তাহখানেক আগে ঢাকা থেকে খুলনায় এসেছেন। তার বাসা ডুমুরিয়া উপজেলার শাহপুরে। আরেকজন গত রবিবার করোনা আক্রান্ত হওয়া সদ্য নিয়োগপ্রাপ্ত নার্সের স্বামী, অপরজন রূপসা উপজেলার জাবুসা এলাকার এক যুবক। বাকি দু’জনের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া বাগেরহাট জেলার দুইজনের মধ্যে একজন রামপাল, অপরজন ফকিরহাট উপজেলার বাসিন্দা। তারাও সম্প্রতি ঢাকা থেকে খুলনায় ফিরেছেন।

এদিকে গতকাল সোমবার করোনাভাইরাসের উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে কবিতা মন্ডল নামে ৫৫ বছরের এক মহিলা মারা গেছেন। বিকাল সাড়ে চারটায় তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস।

তিনি জানান, খুলনার বটিয়াঘাটা উপজেলার শুকদারা এলাকার কবিতা মন্ডল জ্বর, শ্বাসকস্ট ও কাঁশি নিয়ে সকালে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। বিকাল সাড়ে চারটায় তিনি মারা যান। কবিতা মন্ডলের শরীর থেকে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

About Author Information
আপডেট সময় : ০৯:৩৪:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
২৮৫ Time View

খুলনার ল্যাবে নার্সসহ ৭ জনের করোনা শনাক্ত, উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

আপডেট সময় : ০৯:৩৪:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০

খুলনা প্রতিনিধিঃ

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে একজন নার্সসহ ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫ জনের বাড়ি খুলনায়, বাকি দুইজন বাগেরহাট জেলার। আজ সোমবার রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য নিশ্চিত করেছেন খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।

তিনি জানান, আজ সোমবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে খুলনা জেলার নমুনা ছিলো ৬৭টি। এদের মধ্যে ৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ৫ জনই খুলনার। বাকি দুইজন বাগেরহাট জেলার।

তিনি আরও জানান, খুলনায় আক্রান্তদের মধ্যে একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নার্স, তিনি সপ্তাহখানেক আগে ঢাকা থেকে খুলনায় এসেছেন। তার বাসা ডুমুরিয়া উপজেলার শাহপুরে। আরেকজন গত রবিবার করোনা আক্রান্ত হওয়া সদ্য নিয়োগপ্রাপ্ত নার্সের স্বামী, অপরজন রূপসা উপজেলার জাবুসা এলাকার এক যুবক। বাকি দু’জনের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া বাগেরহাট জেলার দুইজনের মধ্যে একজন রামপাল, অপরজন ফকিরহাট উপজেলার বাসিন্দা। তারাও সম্প্রতি ঢাকা থেকে খুলনায় ফিরেছেন।

এদিকে গতকাল সোমবার করোনাভাইরাসের উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে কবিতা মন্ডল নামে ৫৫ বছরের এক মহিলা মারা গেছেন। বিকাল সাড়ে চারটায় তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস।

তিনি জানান, খুলনার বটিয়াঘাটা উপজেলার শুকদারা এলাকার কবিতা মন্ডল জ্বর, শ্বাসকস্ট ও কাঁশি নিয়ে সকালে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। বিকাল সাড়ে চারটায় তিনি মারা যান। কবিতা মন্ডলের শরীর থেকে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।