সাতক্ষীরা উপকূল অতিক্রম শুরু করেছে ঘূর্ণিঝড় আম্ফান (ভিডিও)
সাতক্ষীরাঃ
সাতক্ষীরার উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় আম্ফান। বুধবার বেলা ৪টা থেকে সাতক্ষীরা উপকূল অতিক্রম করা শুরু করে ঘূর্ণিঝড়টি। এভাবে চলবে রাত ৮টা পর্যন্ত। এ তথ্য জানান সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী।
তিনি বলেন, রাত ৮টার দিকে ঝড়টির মূল আঘাত পড়বে উপকূলে। ধীরে ধীরে ঝড়ের মাত্রা আরও বাড়বে। বর্তমানে ঘূর্ণিঝড়টি ঘন্টায় ২০ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে। ৮টার দিকে ঘন্টায় গতিবেগ থাকবে ১৮০-২০০ কিলোমিটার।
এদিকে, উপকূলীয় এলাকাসহ জেলায় ঝড় শুরু হয়েছে। ঝড়ের সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টিও রয়েছে।
সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী জানান, ঘূর্ণিঝড় আম্ফান উপকূলীয় এলাকায় ডুকে পড়েছে। উপকূল অতিক্রম করছে।
তবে এখনো কোথাও ক্ষয়ক্ষতির কোন সংবাদ পাওয়া যায়নি। উপকূলীয় এলাকার এক লাখ ৪০ হাজার বাসিন্দাকে আমরা নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছি।