ত্রাণ বিতরণে সৌম্য আস্থা রাখলেন পুলিশের উপর
ঢাকাঃ
ক্রিকেটার সৌম্য সরকারের নিলামকৃত ব্যাটের মূল্য দিয়ে করোনা ও ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের মাধ্যমে অসহায় হয়ে পড়া ৪০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জাতীয় দলের বাহাতি পেসার সাতক্ষীরার সন্তান সৌম্য সরকার।
বেলায় ২টায় জেলা পুলিশ লাইন্স মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন কালে জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার, পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, জাতীয় দলের ক্রিকেটার সাতক্ষীরার কৃতি সন্তান সৌম্য সরকারের ব্যাটের নিলামকৃত অর্থের ৫০ শতাংশ দিয়ে জেলার চারশ অসহায়, হতদরিদ্র ক্ষতিগ্রস্থদের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছ। ত্রাণ বিতরণ কার্যক্রমে জেলা পুলিশ সার্বিক সহযোগিতা করছে। ত্রাণ সামগ্রী বিতরণে পুলিশের প্রতি আস্থা রাখায় পুলিশের পক্ষ থেকে সৌম্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।
সাতক্ষীরা ডিএসবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, সাতক্ষীরা পুলিশ সুপারের নির্দেশনা ও তত্ত্বাবধায়নে ইতিপূর্বেও স্বচ্ছতার সঙ্গে প্রকৃত অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা পুলিশ। বিষয়টি সৌম্য সরকারের ভালো লাগায় ত্রাণ সহায়তা সামগ্রীগুলো পুলিশের মাধ্যমে বিতরণের সিন্ধান্ত দেন।
ত্রাণ সামগ্রী বিতরণ উদ্বোধনকালে সৌম্য সরকার বলেন, করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছে মানুষ। এরই মধ্যে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ হল সাতক্ষীরার মানুষ। ব্যাটের নিলামকৃত টাকার ৫০ শতাংশ দিয়ে সাতক্ষীরা জেলার অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি।
তিনি বলেন, আমি গোপনেও দিতে পারতাম তবে সেটি করিনি এজন্য যেন সমাজের বিত্তবানরা এভাবে অসহায়দের পাশে এসে দাঁড়ায়। সাতক্ষীরা পুলিশ এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করছে। তাদের ধন্যবাদ জানাচ্ছি।
জানা গেছে, সৌম্য সরকারের ব্যাটের নিলাম মূল্য হয়েছে সাড়ে চার লাখ টাকা। অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে ৫০ ভাগ ও বাকি ৫০ ভাগ সাতক্ষীরার মানুষদের জন্য ব্যায় করা হচ্ছে।