কালীগঞ্জে ঘূর্ণিঝড় আম্পানে লন্ডভন্ড দরিদ্র কৃষকের স্বপ্ন
বিশেষ প্রতিনিধিঃ
ধারদেনা করে ২ বিঘা জমিতে কলার চাষ করেছিলেন। প্রায় সব গাছেই কলা ধরেছিল। আর কিছুদিন পরেই কলা বাজারে বিক্রি করে ধারদেনা মিটিয়ে ভালোভাবে সংসার চালানোর স্বপ্ন দেখছিলেন। কিন্তু ঘূর্ণিঝড় আম্পানে সেই স্বপ্ন ফিকে হয়ে গেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের কলাচাষী সাইদুল ইসলামের।
শুক্রবার সরেজমিন কলাক্ষেতে গিয়ে দেখা যায়, ধরন্ত কলাগাছ সারি সারি ভাবে পড়ে আছে। সাইদুল ইসলাম বাঁশ দিয়ে সেগুলো সোজা করার চেষ্টা করছেন।
কলাচাষী সাইদুল ইসলাম জানান, এনজিও থেকে ঋণ ও বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা নিয়ে ২ বিঘা জমি বর্গা নিয়ে কলা চাষ করেছিলেন। সব গাছেই কলা ধরেছিল। বেশ ভালো ফলনও হয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড় আম্পানে সব কলা গাছ পড়ে গেছে। গাছ পড়ে যাওয়ায় ধরন্ত কলা সব নষ্ট হয়ে যাবে।
তিনি আরো জানান, দুই ছেলে ও স্ত্রী নিয়ে বেশ সমস্যায় পড়তে হবে। সামনে যে কিভাবে দিন কাটাবো বুঝতে পারছি না।
কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল করিম জানান, এবছর কালীগঞ্জ উপজেলায় ১৫০ হেক্টর জমিতে কলা চাষ হয়েছিল। ঘূণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ কৃষকরা নিতে চাইলে ব্যাংক থেকে সহজ শর্তে লোন নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে।