কালীগঞ্জে গাছ সরানো নিয়ে ভাইয়ের স্ত্রীকে মারধর, ইউপি সদস্য আটক
ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড় আম্পানে পড়া গাছ সরানো নিয়ে ভাইয়ের স্ত্রীকে মারধরের ঘটনায় গোলাম সরোয়ার লিটন নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে তাকে আটক করা হয়। আটক গোলাম সরোয়ার লিটন উপজেলার ৫নং শিমলা-রোকনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য ও ছোট পুকুরিয়া গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে।
এ ঘটনায় গত ২৮ মে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন সোলাইমান হোসেন।
মামলার বিবরণে জানা গেছে, গত ২০ মে ঘূর্ণিঝড় আম্পানে নিজেদের জমিতে থাকা মেহগনি গাছ পড়ে যায়। ২১ তারিখ সকালে কাউকে কিছু না বলে ইউপি সদস্য লিটন ও তার ছেলে ইমন পড়া গাছ কেটে নিয়ে যাচ্ছিল। এসময় তার ছেলে জুলফিকার আলী ও স্ত্রী সাবিনা ইয়াসমিন বাঁধা দিলে তাদেরকে মেহগনি গাছের ডাল দিয়ে মারধর করে। এ সময় ইউপি সদস্য গোলাম সরোয়ার তার স্ত্রী সাবিনা ইয়াসমিনের পরিহিত কাপড় টানা-হেচড়া করে শ্লীলতাহানি করার চেষ্টা করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। শনিবার সকালে ইউপি সদস্য গোলাম সরোয়ার লিটনকে আটক করা হয়েছে।