ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, র‌্যাবের দাবি মাদক ব্যবসায়ী

Reporter Name

ফাইল ফটো

যশোরঃ

যশোরের মনিরামপুর উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রুবেল ইসলাম শাওন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

র‌্যাবের দাবি, নিহত রুবেল মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে। রুবেল অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের বাচ্চু হাওলাদারের ছেলে।

শনিবার রাতে উপজেলার রাজগঞ্জ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম।

র‌্যাবের দায়েরকৃত এজহারের বরাত দিয়ে মনিরামপুর থানার এসআই দেবাশীষ মণ্ডল জানান, র‌্যাব-৬, যশোরের একটি দল রাজগঞ্জ এলাকায় টহলে ছিলেন। শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সেখানে একদল মাদককারবারি মাদক কেনাবেচা করছে।

সেখানে হানা দিতেই র‌্যাবের দলটিকে লক্ষ্য করে মাদককারবারিরা গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।

পরে ঘটনাস্থলে রুবেল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ সময় অন্যরা পালিয়ে যায়।

পরে রুবেলকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মনিরামপুর থানার ওসি জানান, এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে একটি এজাহার করা হয়েছে। নিহত রুবেল ইসলামের বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে বলেও জানান ওসি।

About Author Information
আপডেট সময় : ১২:০০:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০
৩৩৯ Time View

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, র‌্যাবের দাবি মাদক ব্যবসায়ী

আপডেট সময় : ১২:০০:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০

যশোরঃ

যশোরের মনিরামপুর উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রুবেল ইসলাম শাওন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

র‌্যাবের দাবি, নিহত রুবেল মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে। রুবেল অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের বাচ্চু হাওলাদারের ছেলে।

শনিবার রাতে উপজেলার রাজগঞ্জ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম।

র‌্যাবের দায়েরকৃত এজহারের বরাত দিয়ে মনিরামপুর থানার এসআই দেবাশীষ মণ্ডল জানান, র‌্যাব-৬, যশোরের একটি দল রাজগঞ্জ এলাকায় টহলে ছিলেন। শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সেখানে একদল মাদককারবারি মাদক কেনাবেচা করছে।

সেখানে হানা দিতেই র‌্যাবের দলটিকে লক্ষ্য করে মাদককারবারিরা গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।

পরে ঘটনাস্থলে রুবেল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ সময় অন্যরা পালিয়ে যায়।

পরে রুবেলকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মনিরামপুর থানার ওসি জানান, এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে একটি এজাহার করা হয়েছে। নিহত রুবেল ইসলামের বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে বলেও জানান ওসি।