নড়াইলে হাইওয়ে পুলিশের ১৪ সদস্য করোনায় আক্রান্ত
নড়াইলঃ
নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ১৪ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) হাইওয়ে পুলিশের দুই সদস্যের নতুন করে কোভিড-১৯ পজিটিভ হন।
এদিকে শুক্রবার (১২ জুন) পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৫২ জন। জেলায় সর্বশেষ গত পাঁচ দিনে ২১ জন এবং ১ জুন থেকে ১২ জুন (শুক্রবার) পর্যন্ত ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
নড়াইলের সিভিল সার্জন ডা. আবদুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন জানান, তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ১৪ সদস্য করোনায় আক্রান্ত। আক্রান্তদের মধ্যে ১৩ জন ফাঁড়ির হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন এবং একজন নড়াইল সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলায় শুক্রবার (১২ জুন) পর্যন্ত হাইওয়ে পুলিশের ১৪ সদস্য, আট জন ডাক্তার, ফাস্ট সিকিউরিটি ব্যাংক নড়াইল শাখার এক কর্মকর্তাসহ মোট ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্তের পর এই পর্যন্ত আট চিকিৎসকসহ ২০ জন সুস্থ হয়েছেন। বর্তমানে আক্রান্ত আছেন ৩০ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে দুই জনের।