এবার করোনার নতুন ৩ উপসর্গ চিহ্নিত
সবুজদেশ ডেস্কঃ
মহামারী করোনাভাইরাসের নতুন তিনটি উপসর্গ চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণবিষয়ক সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।
নতুন তিনটি উপসর্গ হলো— সর্দি, বমি বমি ভাব ও ডায়রিয়া।
এর আগে এই ভাইরাসের সংক্রমণের উপসর্গ ছিল গলাব্যথা, কাশি, শ্বাসকষ্ট, ক্লান্তি, পেশি বা শরীরের ব্যথা ও মাথাব্যথা।
তবে জরুরি উপসর্গ হিসেবে শ্বাসকষ্ট, বুকে ক্রমাগত ব্যথা বা চাপ, জেগে থাকতে অসুবিধা, ঠোঁট বা মুখ নীল রঙের হয়ে যাওয়াকে চিহ্নিতও করা হয়েছে।
সিডিসি অনুসারে, যদি কেউ এসব উপসর্গ দেখা দেয়, তবে অবিলম্বে জরুরি চিকিৎসাসেবা নিতে হবে।
এপ্রিল মাসে সিডিসি করোনার আগের উপসর্গের সঙ্গে ছয়টি উপসর্গ যুক্ত করে। এ নিয়ে তৃতীয়বারের মতো করোনার নতুন তিনটি উপসর্গ যুক্ত করল তারা।
একই সঙ্গে সিডিসি জানায়, এসব উপসর্গই চূড়ান্ত নয়, এ তালিকা আরও আপডেট করা হবে।
নতুন এসব উপসর্গ আক্রান্ত ব্যক্তির মধ্যে সামান্য কিংবা তীব্র আকারে দেখা যেতে পারে। এসব উপসর্গ কমপক্ষে ২ থেকে ১৪ দিনের মধ্যে আক্রান্ত ব্যক্তির শরীরে প্রকাশ পেতে পারে।
যারা ফুসফুসের রোগ বা ডায়াবেটিসের মতো গুরুতর রোগে ভুগছেন, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছে সিডিসি।
তথ্যসূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস