কাতার বিশ্বকাপের সূচি চূড়ান্ত, এক দিনে ৪ ম্যাচ!
সবুজদেশ ডেস্কঃ
লুঝনিকি স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফিটা উঁচিয়ে ধরে আছে চ্যাম্পিয়ন ফ্রান্স। ফুটবল ভক্তদের চোখের সামনে এখনও সেই স্মৃতি তরতাজা। ২০১৮ সালের ১৫ জুলাই, ঐতিহাসিক সেই মুহূর্তের ঠিক দুই বছর পর আরেকটি বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি প্রকাশ করল ফিফা- কাতার বিশ্বকাপ ২০২২।
কাতারের বিশ্বকাপটি নজিরবিহীন এক ঘটনার সাক্ষী হবে। সমর্থকরা একদিনে দেখতে পাবেন চারটি করে ম্যাচ, মাত্র ১১ ঘন্টার ব্যবধানে। স্থানীয় সময় দুপুর ১টায় প্রথম ম্যাচ শুরু হবে। চতুর্থ ম্যাচটি শুরু হবে রাত ১০টায়।
টুর্নামেন্ট শুরু হবে ২০২২ সালের ২১ নভেম্বর। বুধবার নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে বিশ্বকাপের চূড়ান্ত সূচি ও শুরুর তারিখটি জানিয়েছে ফিফা।
দোহার আশেপাশে স্টেডিয়ামগুলোর দূরত্ব কম হওয়ায় একই দিনে চাইলে মাঠে গিয়ে কয়েকটি ম্যাচ উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। ৩২ দলের টুর্নামেন্টের প্রথম ম্যাচ ২১ নভেম্বর আল বাইত স্টেডিয়ামে, যেখানে দর্শক ধারণ ক্ষমতা ৬০ হাজার।
টুর্নামেন্টের ফাইনাল হবে ২০২২ সালের ১৮ ডিসেম্বর ৮০ হাজার দর্শক ধারণ ক্ষমতার লুসাইল স্টেডিয়ামে। আল বাইতের মতো এখানেও একটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
কাতার বিশ্বকাপের আয়োজক কমিটির প্রধান নির্বাহী নাসের আল খাতের জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজনের কাজ দারুণ গতিতে এগিয়ে চলছে এবং রাস্তা ও অবকাঠামোর ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।