ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মিরপুরে মাদকবিক্রেতার ছুরিকাঘাতে ক্রেতার মৃত্যু

Reporter Name

সবুজদেশ ডেক্সঃ রাজধানীর মিরপুরে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে জাকির হোসেন (৩৫) নামে এক মাদকসেবী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে মিরপুর সেকশন-২ রাইনখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পেশায় পরিবহন শ্রমিক।

ছুরিকাঘাতে আহত হওয়ার পর মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টায় জাকিরকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, মিরপুর কমার্স কলেজের ঢাল সংলগ্ন বস্তিতে মাদক কিনতে গিয়ে ছুরিকাঘাতে প্রথমে আহত হন জাকির। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢামেকে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই বস্তিতে মাদক কেনার সময় দাম নিয়ে জাকিরের সঙ্গে মাদক বিক্রেতাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিক্রেতারা তার বুকে ছুরিকাঘাত করে বলে মৃত্যুর আগে জাকির বলে গেছেন। এমন দাবি করছেন নিহতের খালাতো ভাই পিন্টু।

শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া জানান, জাকির নামে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

About Author Information
আপডেট সময় : ০৯:৪৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮
১০২০ Time View

মিরপুরে মাদকবিক্রেতার ছুরিকাঘাতে ক্রেতার মৃত্যু

আপডেট সময় : ০৯:৪৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮

সবুজদেশ ডেক্সঃ রাজধানীর মিরপুরে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে জাকির হোসেন (৩৫) নামে এক মাদকসেবী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে মিরপুর সেকশন-২ রাইনখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পেশায় পরিবহন শ্রমিক।

ছুরিকাঘাতে আহত হওয়ার পর মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টায় জাকিরকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, মিরপুর কমার্স কলেজের ঢাল সংলগ্ন বস্তিতে মাদক কিনতে গিয়ে ছুরিকাঘাতে প্রথমে আহত হন জাকির। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢামেকে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই বস্তিতে মাদক কেনার সময় দাম নিয়ে জাকিরের সঙ্গে মাদক বিক্রেতাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিক্রেতারা তার বুকে ছুরিকাঘাত করে বলে মৃত্যুর আগে জাকির বলে গেছেন। এমন দাবি করছেন নিহতের খালাতো ভাই পিন্টু।

শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া জানান, জাকির নামে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।