এশিয়া জয় করেছে দীপের এইচবিও সিরিজ
সবুজদেশ ডেস্কঃ
তরুণ অভিনেতা সুদীপ বিশ্বাস দীপ বিশ্বখ্যাত এইচবিও চ্যানেলের সিরিজ ‘ইনভিজিবল স্টোরিজ’তে অভিনয় করে বছর শুরুতে সাড়া ফেলে দেন। আন্তর্জাতিক পর্যায়ের প্রথম কাজেই বাজিমাত করেছেন দীপ। সিঙ্গাপুরভিত্তিক দ্য কনেটেন্ট এশিয়া অ্যাওয়ার্ডসে সেরা ড্রামার খেতাব পেয়েছে তার অভিনীত সিরিজটি এবং অভিনয় দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
সুদীপ বিশ্বাস দীপ বলেন, কনেটেন্টএশিয়া দীর্ঘদিন ধরে মেধারভিত্তিতে এশিয়ার কনটেন্টগুলোকে পুরস্কৃত করছে। এবার প্রথমবারের মতো কোভিড-১৯ মহামারিতে এশিয়ার মধ্যে যে ড্রামাগুলো সবচেয়ে বেশি দেখা হয়েছে ও প্রশংসিত হয়েছে-সেগুলোকে বিশেষ পুরস্কার দেয়া হয়েছে। আমার অভিনীত ‘ইনভিজিবল স্টোরিজ’ সেরা ড্রামার পুরস্কার পেয়েছে।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক পর্যায়ে আমার প্রথম কাজটি সেরা হবে এবং পুরস্কৃত হবে ভাবতে পারিনি। আমি এইচবিও, পরিচালক লার জিয়ানসহ পুরো ‘ইনভিজিবল স্টোরিজ’র কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
‘ইনভিজিবল স্টোরিজ’র পর আরো কয়েকটি আন্তর্জাতিক পর্যায়ের কাজের প্রস্তাব পেয়েছেন দীপ। তবে এখনো কারো সঙ্গে চুক্তিবদ্ধ হননি হলেও জানিয়েছেন তিনি।
দীপ আরো জানান, ছয় পর্বের ‘ইনভিজিবল স্টোরিজ’ নামের সেই সিরিজে তিনি একটি গল্পে অভিনয় করেছেন। গত ফেব্রুয়ারিতে তার গল্পটি প্রথম দেখানো হয়। এরপর থেকেই তা রয়েছে আলোচনায়। আগস্ট থেকে সিরিজটি প্রদর্শিত হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক এইচবিও ম্যাক্সে।
দীপ অভিনীত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দুটি কিস্তি মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া অভিনয় করছেন হৃদি হক পরিচালিত সরকারি অনুদান প্রাপ্ত ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমায়।