নিজের সুরক্ষার দিকে নিজেকেই খেয়াল রাখতে হয়
বিনোদন ডেস্কঃ
শুটিং স্পটের পরিবেশটা আগের চেয়ে পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা খুব জরুরী ছিলো। এখন নিজের সুরক্ষার দিকে নিজেকেই খেয়াল রাখতে হয়। চলতি সময়ের শুটিং নিয়ে এভাবেই কথাগুলো বলছিলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ।
গতকাল এই অভিনেত্রী শুটিং করেন মুসাফির রনির ‘তোলপাড়’ শিরোনামের একটি ধারাবাহিকের। এখন কি নিয়মিত শুটিং করছেন? উত্তরে তিনি বলেন, শুটিং করা হচ্ছে, তবে নিয়মিত না। যে কাজগুলো বেশি প্রয়োজন সেগুলোই করছি শুধু। হাতে কয়েকটি ধারাবাহিক নাটকের কাজ আছে।ধারাবাহিকের বাইরে একক নাটকেও অভিনয় করছেন এ তারকা। এরইমধ্যে মারজুক রাসেলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ‘পর্দার আড়ালে’ শিরোনামের একটি নাটকের। এটি পরিচালনা করেছেন শামিমুল ইসলাম শামিম। এই অভিনেত্রী এই সময়ের নাটক নিয়েও কথা বলেন।
বলেন, ঈদের কিছু নাটক দর্শকদের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে। দর্শক ভারি গল্পের নাটকও দেখেন। যদি সেটি ঠিকভাবে পর্দায় তুলে ধরতে পারেন নির্মাতা। একজন শিল্পী হিসেবে আমি নানামাত্রিক চরিত্রে কাজ করতে চাই। টিভি নাটকের বাইরে মৌসুমী হামিদ অভিনীত ‘গোর’ শিরোনামের একটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। এটির নির্মাতা গাজী রাকায়েত। এছাড়া তার হাতে আরো আছে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ শিরোনামের একটি চলচ্চিত্র।
চলচ্চিত্র প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, আমার অভিনীত ছবিগুলো ব্যবসা সফল। এরপরেও অনেকের মতো আমার হাতে ছবি নেই। এই না থাকার সঠিক কারণ আমার জানা নেই। তবে আমি ভালো গল্প ও চরিত্র পেলে নিয়মিত কাজ করতে চাই। আর একটি বিষয় হলো, এখন আগের মতো চলচ্চিত্রও নির্মাণ হচ্ছে না। তার ওপর করোনায় চলচ্চিত্রের অবস্থা আরো খারাপের দিকে চলে এসেছে। ক্যারিয়ারে এই অভিনেত্রীকে প্রেমিকা, পতিতা, ভিখারি, ধনীর দুলালি, খুনিসহ বিভিন্ন চরিত্রেই দেখা গেছে।
অভিনয়ে এখন পর্যন্ত কতটা তৃপ্ত? উত্তরে মৌসুমী হামিদ বলেন, চ্যালেঞ্জিং চরিত্র তেমন পাচ্ছি না। বেশিরভাগ গল্প ও চরিত্র গতানুগতিক। এখন নাটক নির্মাণের সংখ্যা বেড়েছে। একইসঙ্গে শিল্পীর সংখ্যাও কিন্তু কম না। এরমধ্যে ভালো গল্পের নাটকে কাজ করার সুযোগ সব সময় মেলে না।