সবুজদেশ নিউজ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কালীগঞ্জ প্রেসক্লাব (ভিডিও)
নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সবুজদেশ নিউজ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। শনিবার দুপুরে কালীগঞ্জের নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।
উদ্বোধনী খেলায় অংশ নেয় কালীগঞ্জ প্রেসক্লাব বনাম কোটচাঁদপুর প্রেসক্লাব। নির্ধারিত ৪০ মিনিটের খেলায় কোটচাঁদপুরকে ২-১ গোলে পরাজিত করে কালীগঞ্জ। ১ম রাউন্ডের ২য় খেলায় মুখোমুখি হয় ঝিনাইদহ প্রেসক্লাব ও মহেশপুর প্রেসক্লাব। ২-০ গোলে ফাইনালে ওঠে মহেশপুর প্রেসক্লাব। বিকেলে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা। শত শত দর্শকের উপভোগ করে কলম যোদ্ধাদের ফুটবলের কেরামতি। প্রথমার্ধে কোন পক্ষই গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধের ৬ মিনিটের মাথায় ডি-বক্সে মধ্যে হ্যান্ডবল হওয়ায় পেনাল্টিতে গোল দিয়ে শিরোপা অর্জন করে কালীগঞ্জ প্রেসক্লাব।
এই টুর্নামেন্টে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ প্রেসক্লাবের খেলোয়াড় শাহরিয়ার আলম সোহাগ। খেলা শেষে সন্ধ্যায় বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ভিডিও দেখুন…