ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এ বিষয়ে এখনই বলতে চাই না: ঝিলিক

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

চ্যানেল আই সেরাকন্ঠ প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন ঝিলিক। এই প্রতিযোগিতার পর থেকেই নিয়মিত গান করে যাচ্ছেন তিনি। এরইমধ্যে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। করেছেন প্লেব্যাকও। আর স্টেজে সারা বছরই ব্যাস্ত থাকেন এ গায়িকা। যদিও করোনা পরিস্থিতির পর থেকে বাসাতেই বেশিরভাগ সময় পার করছেন ঝিলিক। সব মিলিয়ে কেমন চলছে দিনকাল?

ঝিলিক বলেন, করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে দিন। ভালো থাকার চেষ্টা করছি৷ তবে বাসাতেই বেশি থাকছি।খুব জরুরি না হলে বাইরে বের হচ্ছি না। সময় কিভাবে কাটছে এখন? ঝিলিক বলেন, বাসায় গান চর্চা চলছে। আমার বাবাও খুব ভালো গান করেন। সময় পেলেই বাবার সঙ্গে গান চর্চা করি। খুব ভালো লাগা কাজ করে। কারণ বাবার কাছেই আমার গানের হাতেখড়ি। গানের পাশাপাশি টুকটাক কাজ করছি বাসার। সিনেমা দেখি। ফেসবুকিং করি। এভাবেই যাচ্ছে সময়। নতুন গান কি করা হচ্ছে?

ঝিলিক উত্তরে বলেন, করোনার প্রথম কয়েকমাস একদমই কাজ করিনি কোনো। তবে সম্প্রতি একটি নতুন গানের কাজ করেছি। তবে এ বিষয়ে এখনই বলতে চাই না। বিশেষ একটি কাজ। আরো কিছু দিন পর বলবো৷ এছাড়া নতুন কয়েকটি কাজের কথা চলছে। ব্যাটে বলে মিললে করে ফেলবো। সংগীতের অবস্থা কেমন মনে হচ্ছে।

এ গায়িকা বলেন, করোনা পরিস্থিতিতে গানের অবস্থা একদমই ভালো নেই। শিল্পী-মিউজিশিয়ানরাও ভালো নেই। কারণ স্টেজ শো এখন বন্ধ। কবে আবার শো চালু হবে তার ঠিক নেই। তাই একটা অনিশ্চিত অবস্থা তৈরি হয়েছে। করোনা পরিস্থিতি পুরোপুরি না যাওয়া পর্যন্ত আসলে অবস্থা ভালো হবার নয়। দোয়া করছি যেন অবস্থার উন্নতি হয়। এবার ভিন্ন প্রসঙ্গে আসি। বিয়ে কবে নাগাদ হচ্ছে?

ঝিলিক হেসে বলেন, আমি সম্পর্কে নেই কোনো। তাই বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই। আপাতত গান নিয়েই থাকতে চাই।

About Author Information
আপডেট সময় : ১১:০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
৩৫৯ Time View

এ বিষয়ে এখনই বলতে চাই না: ঝিলিক

আপডেট সময় : ১১:০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০

সবুজদেশ ডেস্কঃ

চ্যানেল আই সেরাকন্ঠ প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন ঝিলিক। এই প্রতিযোগিতার পর থেকেই নিয়মিত গান করে যাচ্ছেন তিনি। এরইমধ্যে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। করেছেন প্লেব্যাকও। আর স্টেজে সারা বছরই ব্যাস্ত থাকেন এ গায়িকা। যদিও করোনা পরিস্থিতির পর থেকে বাসাতেই বেশিরভাগ সময় পার করছেন ঝিলিক। সব মিলিয়ে কেমন চলছে দিনকাল?

ঝিলিক বলেন, করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে দিন। ভালো থাকার চেষ্টা করছি৷ তবে বাসাতেই বেশি থাকছি।খুব জরুরি না হলে বাইরে বের হচ্ছি না। সময় কিভাবে কাটছে এখন? ঝিলিক বলেন, বাসায় গান চর্চা চলছে। আমার বাবাও খুব ভালো গান করেন। সময় পেলেই বাবার সঙ্গে গান চর্চা করি। খুব ভালো লাগা কাজ করে। কারণ বাবার কাছেই আমার গানের হাতেখড়ি। গানের পাশাপাশি টুকটাক কাজ করছি বাসার। সিনেমা দেখি। ফেসবুকিং করি। এভাবেই যাচ্ছে সময়। নতুন গান কি করা হচ্ছে?

ঝিলিক উত্তরে বলেন, করোনার প্রথম কয়েকমাস একদমই কাজ করিনি কোনো। তবে সম্প্রতি একটি নতুন গানের কাজ করেছি। তবে এ বিষয়ে এখনই বলতে চাই না। বিশেষ একটি কাজ। আরো কিছু দিন পর বলবো৷ এছাড়া নতুন কয়েকটি কাজের কথা চলছে। ব্যাটে বলে মিললে করে ফেলবো। সংগীতের অবস্থা কেমন মনে হচ্ছে।

এ গায়িকা বলেন, করোনা পরিস্থিতিতে গানের অবস্থা একদমই ভালো নেই। শিল্পী-মিউজিশিয়ানরাও ভালো নেই। কারণ স্টেজ শো এখন বন্ধ। কবে আবার শো চালু হবে তার ঠিক নেই। তাই একটা অনিশ্চিত অবস্থা তৈরি হয়েছে। করোনা পরিস্থিতি পুরোপুরি না যাওয়া পর্যন্ত আসলে অবস্থা ভালো হবার নয়। দোয়া করছি যেন অবস্থার উন্নতি হয়। এবার ভিন্ন প্রসঙ্গে আসি। বিয়ে কবে নাগাদ হচ্ছে?

ঝিলিক হেসে বলেন, আমি সম্পর্কে নেই কোনো। তাই বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই। আপাতত গান নিয়েই থাকতে চাই।