কালীগঞ্জে সানমান্দা ফুটবল টুর্ণামেন্ট: হেলাইকে হারিয়ে ফাইনালে এনায়েতপুর
নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের কালীগঞ্জ সানমান্দা যুব সমাজের আয়োজনে মরহুম আলতাফ মালিতা স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট এর দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রাখালগাছি ইউনিযনের সানমান্দা ঈদগা বড় মাঠে আজ (১২ নভেম্বর) বৃহস্পতিবার বিকালে এ খেলায় প্রতিদ্বন্দিতা করে কালীগঞ্জ এনায়েতপুর ফুটবল একাদশ বনাম কালীগঞ্জ হেলাই ফুটবল একাডেমি।
উদ্বোধন ঘোষণার পর বিকেল ৩.৫০ মিনিটে অভিজ্ঞ রেফারি মহিরুল ইসলাম বাঁশি বাজিয়ে দিয়ে খেলা শুরু করেন। দুই দলের শুরু হয় খেলা। কিন্ত প্রথমার্ধের খেলা শুরুর ২ মিনিটের মাথায় ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় রনি প্রথম গোলটি করে হেলায় ফুটবল একাডেমি।
এরপর মরিয়া হয়ে ওঠে এনায়েতপুর একাদশের খেলোয়াড়েরা। গোল হজমের ঠিক ১০ মিনিট পরেই ৮নং জার্সি পরিহিত খেলোয়াড় শান্ত দ্বিতীয় গোলটি করে সমতায় পেরান দলকে কিন্তু কোন রকমে রক্ষা পেলেও খেলার ২০ মিনিটে আবার হেলায় ফুটবল একাডেমির ৮ নং জার্সিধারী আশিক দলকে ২-১ তে এগিয়ে দেন।
বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে দু’দলের খেলোয়াড়রাই বল দখলে মরিয়া হয়ে ওঠে। পাল্টাপাল্টি আক্রমনে সময় গড়িয়ে যায়। দুই দলের খেলোয়াড়রাই একাধিকবার গোলের সুযোগ নষ্ট করে। এ অবস্থায় খেলা শেষের দিকে গড়িয়ে চলছিল। কিন্ত কয়েক মিনিট বাকি থাকতে এনায়েতপুর একাদশের ১২ নং জার্সি পরিহিত খেলোয়াড় ইব্রাহিম চমৎকার গোল করে খেলায় সমতা আনে। এরপর অতিরিক্ত সময়ে কোন দলই গোলের দেখা পাননি।
ট্রাইব্রেকারে কালীগঞ্জ হেলায় ফুটবল একাডেমিকে হারিয়ে এনায়েতপুর ফুটবল একাদশ ফাইনালে যায়।