ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সালাহউদ্দিন লাভলুর নতুন ধারাবাহিক ‘চাঁদের হাট’

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

নতুন ধারাবাহিক ‘চাঁদের হাট’ নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা-নির্মাতা সালাহউদ্দিন লাভলু।

নাটকটি নাগরিক টিভিতে আজ (২ ডিসেম্বর) থেকে প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত ১০টায় প্রচার হবে। শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রাসেল ও মিলন ভট্টাচার্য।

প্রচেষ্টা এ্যাড মিডিয়ার প্রযোজনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন নাদিয়া আহমেদ, রুনা খান, সাজু খাদেম, ডা. এজাজ, নাবিলা, নাজিরা মৌ, রিমি করিম, মুকুল সিরাজ, রাশেদ মামুন অপু, প্রিয়া আমানসহ অনেকে। ‍

নির্মাতাদ্বয় জানান, গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এই নাটকে সালাউদ্দিন লাভলুর চরিত্রটি একজন ব্যবসায়ীর। কিন্তু পারিবারিক অশান্তির কারণে বিচিত্র হতাশার মধ্যে তার দিন কাটছে। এরপর থেকে একের পর এক মজার ঝামেলা তার জীবনকে আরও অতিষ্ঠ করে তোলে।

অন্যদিকে সাজু খাদেমের চরিত্রটি গ্রামের এক পেশাদার ডুবুরির। আর্থিকভাবে অতো সচ্ছল নয়। তারা ছোটকালের বন্ধু। আর বড়বেলার শত্রু। দুজনের আদর্শগত কারণেই এই শত্রুতা। দুই বন্ধুর দ্বন্দ্বকে আরও বাড়িয়ে তোলে গ্রামে আগত অদ্ভুত চরিত্র স্যাটেলাইট বাবা।

ক্রমশ জটিল হতে থাকে নাটকটির গল্প।

About Author Information
আপডেট সময় : ০৮:৩৫:২০ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
২৭৫ Time View

সালাহউদ্দিন লাভলুর নতুন ধারাবাহিক ‘চাঁদের হাট’

আপডেট সময় : ০৮:৩৫:২০ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০

সবুজদেশ ডেস্কঃ

নতুন ধারাবাহিক ‘চাঁদের হাট’ নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা-নির্মাতা সালাহউদ্দিন লাভলু।

নাটকটি নাগরিক টিভিতে আজ (২ ডিসেম্বর) থেকে প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত ১০টায় প্রচার হবে। শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রাসেল ও মিলন ভট্টাচার্য।

প্রচেষ্টা এ্যাড মিডিয়ার প্রযোজনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন নাদিয়া আহমেদ, রুনা খান, সাজু খাদেম, ডা. এজাজ, নাবিলা, নাজিরা মৌ, রিমি করিম, মুকুল সিরাজ, রাশেদ মামুন অপু, প্রিয়া আমানসহ অনেকে। ‍

নির্মাতাদ্বয় জানান, গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এই নাটকে সালাউদ্দিন লাভলুর চরিত্রটি একজন ব্যবসায়ীর। কিন্তু পারিবারিক অশান্তির কারণে বিচিত্র হতাশার মধ্যে তার দিন কাটছে। এরপর থেকে একের পর এক মজার ঝামেলা তার জীবনকে আরও অতিষ্ঠ করে তোলে।

অন্যদিকে সাজু খাদেমের চরিত্রটি গ্রামের এক পেশাদার ডুবুরির। আর্থিকভাবে অতো সচ্ছল নয়। তারা ছোটকালের বন্ধু। আর বড়বেলার শত্রু। দুজনের আদর্শগত কারণেই এই শত্রুতা। দুই বন্ধুর দ্বন্দ্বকে আরও বাড়িয়ে তোলে গ্রামে আগত অদ্ভুত চরিত্র স্যাটেলাইট বাবা।

ক্রমশ জটিল হতে থাকে নাটকটির গল্প।