ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গুরুতর অসুস্থ ডিপজল, দুবাইয়ের হাসপাতালে ভর্তি

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

গত সেপ্টেম্বর মাসে রাজধানীর একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তখন তার টিউমারের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।এরপর ভালোই ছিলেন এই তারকা।

কিন্তু হঠাৎ করে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ডিপজল। তার হার্টে দুইটি ব্লক ধরা পড়েছে। বর্তমানে তিনি দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন। গত ১ ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সেখানে যান তিনি।

ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ার বিষয়টি জানিয়েছেন। তিনি ফেসবুকে লেখেন, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তার হার্টে দুইটি ব্লক ধরা পড়েছে। বর্তমানে দুইবায়ে তার চিকিৎসা চলছে।

এর আগে ২০১৭ সালে হার্টের সমস্যার কারণে দীর্ঘদিন সিঙ্গাপুরের চিকিৎসা নিতে হয়েছিল ডিপজলকে। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার হার্টে সফল বাইপাস অস্ত্রোপচার হয়। এরপর তিনি সুস্থ হয়ে উঠেন।  

এই একই হাসপাতালে এবারও চিকিৎসা নিতে চেয়েছিলেন ডিপজল। কিন্তু করোনার জন্য সিঙ্গাপুর যেতে না পারলেও একই হাসপাতালের দুবাই শাখায় তিনি বর্তমানে চিকিৎসা নিচ্ছেন।  

ডিপজল নেতিবাচক ও ইতিবাচক দুই ধরনের চরিত্রে অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রে উপহার দিয়েছেন বহু জনপ্রিয় সিনেমা। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে- ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘কোটি টাকার কাবিন’, ‘আম্মাজান’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমা।  

About Author Information
আপডেট সময় : ০৬:১৭:২১ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
৩২০ Time View

গুরুতর অসুস্থ ডিপজল, দুবাইয়ের হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০৬:১৭:২১ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০

সবুজদেশ ডেস্কঃ

গত সেপ্টেম্বর মাসে রাজধানীর একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তখন তার টিউমারের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।এরপর ভালোই ছিলেন এই তারকা।

কিন্তু হঠাৎ করে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ডিপজল। তার হার্টে দুইটি ব্লক ধরা পড়েছে। বর্তমানে তিনি দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন। গত ১ ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সেখানে যান তিনি।

ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ার বিষয়টি জানিয়েছেন। তিনি ফেসবুকে লেখেন, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তার হার্টে দুইটি ব্লক ধরা পড়েছে। বর্তমানে দুইবায়ে তার চিকিৎসা চলছে।

এর আগে ২০১৭ সালে হার্টের সমস্যার কারণে দীর্ঘদিন সিঙ্গাপুরের চিকিৎসা নিতে হয়েছিল ডিপজলকে। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার হার্টে সফল বাইপাস অস্ত্রোপচার হয়। এরপর তিনি সুস্থ হয়ে উঠেন।  

এই একই হাসপাতালে এবারও চিকিৎসা নিতে চেয়েছিলেন ডিপজল। কিন্তু করোনার জন্য সিঙ্গাপুর যেতে না পারলেও একই হাসপাতালের দুবাই শাখায় তিনি বর্তমানে চিকিৎসা নিচ্ছেন।  

ডিপজল নেতিবাচক ও ইতিবাচক দুই ধরনের চরিত্রে অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রে উপহার দিয়েছেন বহু জনপ্রিয় সিনেমা। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে- ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘কোটি টাকার কাবিন’, ‘আম্মাজান’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমা।