ফেসবুক ম্যাসেঞ্জারে সমস্যা, ভয়ের কিছু নেই!
সবুজদেশ ডেস্কঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেজিং অ্যাপ ফেসবুক ম্যাসেঞ্জারে বিভ্রাট দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল থেকে অনেক ব্যবহারকারীই ভুগছেন এই সমস্যায়।
বাংলাদেশের থেকেও বেশি সমস্যায় ভুগছেন ইউরোপের বাসিন্দারা। ফ্রান্স এবং বেলজিয়াম থেকে আসছে বেশি অভিযোগ। ভারতেও দেখা দিয়েছে একই সমস্যা। ডাউন ডিটেক্টর জানিয়েছে, প্রতি মিনিটে প্রায় ২৪০০ মেসেঞ্জার ব্যবহারকারী অভিযোগ জানাচ্ছেন।
তবে, এখন পর্যন্ত ফেসবুকের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বিশ্বজুড়ে দেখা দিয়েছে ম্যাসেঞ্জারের এই সমস্যা। আপনিও কি এই মুহূর্তে ভুগছেন এই সমস্যায়? ভুগে থাকলে চিন্তিত হবার কিছু নেই। কারণ এই সমস্যাটা আপনার একার নয়।।