ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঘুম থেকে উঠে ভারতীয় দলের স্কোর দেখে অবাক :শোয়েব

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

সকালে ঘুম থেকে উঠে ভারতীয় দলের স্কোর দেখে অবাক হয়েছেন শোয়েব আখতারের মতো অনেকেই।  

অ্যাডিলেড টেস্টে বিরাট কোহলিরা ৩৬ রানে অলআউট হওয়ার পর ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গতিময় পেসার শোয়েব আখতার টুইট বার্তায় ব্যঙ্গাত্মকভাবে লেখেন- ঘুম থেকে উঠলাম এবং দেখলাম ভারতের স্কোর ৩৬৯, কিন্তু বিশ্বাস করতে পারলাম না। এরপর পানি দিয়ে চোখ ধুয়ে নিলাম এবং দেখলাম স্কোর ৩৬/৯। আমি সেটাও বিশ্বাস করতে পারলাম না এবং তাই আবার ঘুমিয়ে পড়লাম।’

৫০ রানের নিচে এ নিয়ে দুইবার অলআউট হল ভারত। ১৯৭৪ সালে ইংল্যান্ডের লর্ডসে ফলোঅন এড়াতে নেমে ৪২ রানে অলআউট হয় অজিত ওয়াডেকরের দল। ৪৬ বছর পর অ্যাডিলেডে ভারতকে একই লজ্জা উপহার দিলেন কোহলি।

টস জিতে আগে ব্যাট করে ২৪৪ রান করে ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৯১ রানে অলআউট হয় স্বাগতিক অস্ট্রেলিয়া। ৫৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে জস হ্যাজলউড ও প্যাট কামিন্সের গতির মুখে পড়ে ৩৬ রানে অলআউট হয় ভারত। সফরকারী দলের কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার করতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজলউড ও কামিন্স পাঁচ ও চার উইকেট শিকার করেন।

বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত ৩৬ রানে অলআউট হওয়ার পর পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার এক ভিডিও বার্তায় বলেছেন, বিশ্বের সেরা ব্যাটিং লাইনআপের দলটির বিব্রতকর ব্যাটিং। ৩৬ রানে অলআউট। এটা লজ্জাজনক পারফরম্যান্স। এটা ভয়াবহ। এখন সমালোচনা সহ্য কর। তোমাদের সঙ্গে এখন এসব ঘটবে। শক্তিশালী ভারত মুখথুবড়ে পড়ল।

About Author Information
আপডেট সময় : ০৭:৩৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
২০৬ Time View

ঘুম থেকে উঠে ভারতীয় দলের স্কোর দেখে অবাক :শোয়েব

আপডেট সময় : ০৭:৩৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০

সবুজদেশ ডেস্কঃ

সকালে ঘুম থেকে উঠে ভারতীয় দলের স্কোর দেখে অবাক হয়েছেন শোয়েব আখতারের মতো অনেকেই।  

অ্যাডিলেড টেস্টে বিরাট কোহলিরা ৩৬ রানে অলআউট হওয়ার পর ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গতিময় পেসার শোয়েব আখতার টুইট বার্তায় ব্যঙ্গাত্মকভাবে লেখেন- ঘুম থেকে উঠলাম এবং দেখলাম ভারতের স্কোর ৩৬৯, কিন্তু বিশ্বাস করতে পারলাম না। এরপর পানি দিয়ে চোখ ধুয়ে নিলাম এবং দেখলাম স্কোর ৩৬/৯। আমি সেটাও বিশ্বাস করতে পারলাম না এবং তাই আবার ঘুমিয়ে পড়লাম।’

৫০ রানের নিচে এ নিয়ে দুইবার অলআউট হল ভারত। ১৯৭৪ সালে ইংল্যান্ডের লর্ডসে ফলোঅন এড়াতে নেমে ৪২ রানে অলআউট হয় অজিত ওয়াডেকরের দল। ৪৬ বছর পর অ্যাডিলেডে ভারতকে একই লজ্জা উপহার দিলেন কোহলি।

টস জিতে আগে ব্যাট করে ২৪৪ রান করে ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৯১ রানে অলআউট হয় স্বাগতিক অস্ট্রেলিয়া। ৫৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে জস হ্যাজলউড ও প্যাট কামিন্সের গতির মুখে পড়ে ৩৬ রানে অলআউট হয় ভারত। সফরকারী দলের কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার করতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজলউড ও কামিন্স পাঁচ ও চার উইকেট শিকার করেন।

বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত ৩৬ রানে অলআউট হওয়ার পর পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার এক ভিডিও বার্তায় বলেছেন, বিশ্বের সেরা ব্যাটিং লাইনআপের দলটির বিব্রতকর ব্যাটিং। ৩৬ রানে অলআউট। এটা লজ্জাজনক পারফরম্যান্স। এটা ভয়াবহ। এখন সমালোচনা সহ্য কর। তোমাদের সঙ্গে এখন এসব ঘটবে। শক্তিশালী ভারত মুখথুবড়ে পড়ল।