ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মুদি দোকানে গিয়ে প্রেমে পড়া সেই প্রেমিককেই বিয়ে করলেন অভিনেত্রী

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

এবার বিয়ে সেরে ফেললেন বলিউডের আলোচিত তারকা গওহর খান। প্রেমিক জায়েদ দরবারই তার বর, কথিত আছে তিনি গওহরের থেকে ১২ বছরের ছোট। বিয়ের আসরে ঐতিহ্যবাহী বেশে সবার নজর কেড়েছেন তারা। খবর হিন্দুস্তান টাইমস।

করোনা কাঁটা হয়ে দাঁড়ায়নি এই প্রেম কাহিনিতে বরং, দু’জনের লাভস্টোরিতে সবচেয়ে বড় অনুঘটক করোনা লকডাউন। হ্যাঁ, মহামারীর আবহে মুদির দোকানে ঘরের জিনিসপত্র কিনতে গিয়ে শুরু গওহর-জায়েদের প্রেম। আর বছর শেষের আগেই পূর্ণতা পেল সেই প্রেম।

সঙ্গীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জায়েদ দরবার। বিয়ের দিন আইভরি সাদা পোশাকে পাওয়া গেল গওহর ও জায়েদকে। এদিন সারারা স্যুটে সাজেন গওহর, সঙ্গে ভারি গয়না। সোমবার গায়ে হলুদের সঙ্গে শুরু হয় বিয়ের অনুষ্ঠানিকতা। এরপর জমকালো মেহেন্দি, সংগীতের পর বিয়ের পর্ব সেরে নিলেন দু’জনে। করোনা আবহে সবরকম সতর্কতা বিধি মেনে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে তারা কবুল বলেন একে-অন্যকে।

About Author Information
আপডেট সময় : ০৮:০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
২২৭ Time View

মুদি দোকানে গিয়ে প্রেমে পড়া সেই প্রেমিককেই বিয়ে করলেন অভিনেত্রী

আপডেট সময় : ০৮:০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০

সবুজদেশ ডেস্কঃ

এবার বিয়ে সেরে ফেললেন বলিউডের আলোচিত তারকা গওহর খান। প্রেমিক জায়েদ দরবারই তার বর, কথিত আছে তিনি গওহরের থেকে ১২ বছরের ছোট। বিয়ের আসরে ঐতিহ্যবাহী বেশে সবার নজর কেড়েছেন তারা। খবর হিন্দুস্তান টাইমস।

করোনা কাঁটা হয়ে দাঁড়ায়নি এই প্রেম কাহিনিতে বরং, দু’জনের লাভস্টোরিতে সবচেয়ে বড় অনুঘটক করোনা লকডাউন। হ্যাঁ, মহামারীর আবহে মুদির দোকানে ঘরের জিনিসপত্র কিনতে গিয়ে শুরু গওহর-জায়েদের প্রেম। আর বছর শেষের আগেই পূর্ণতা পেল সেই প্রেম।

সঙ্গীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জায়েদ দরবার। বিয়ের দিন আইভরি সাদা পোশাকে পাওয়া গেল গওহর ও জায়েদকে। এদিন সারারা স্যুটে সাজেন গওহর, সঙ্গে ভারি গয়না। সোমবার গায়ে হলুদের সঙ্গে শুরু হয় বিয়ের অনুষ্ঠানিকতা। এরপর জমকালো মেহেন্দি, সংগীতের পর বিয়ের পর্ব সেরে নিলেন দু’জনে। করোনা আবহে সবরকম সতর্কতা বিধি মেনে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে তারা কবুল বলেন একে-অন্যকে।