চট্টগ্রাম আবাহনীকে উড়িয়ে ফাইনালে সাইফ
সবুজদেশ ডেস্কঃ
ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করল সাইফ স্পোর্টিং ক্লাব।
বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় চট্টগ্রাম আবাহনী ও সাইফ স্পোর্টিং ক্লাব।
খেলায় একক আধিপত্য বিস্তার করে সাইফ স্পোর্টিং ক্লাব। তাদের সামনে কোনো বাধাই কাজে আসেনি চট্টগ্রাম আবাহনীর। তারা গোল দেয়া তো দূরে থাক; উল্টো তিন গোল খেয়ে ফাইনালের আগেই বিদায় নিয়েছে।
চট্টগ্রাম আবাহনীকে বিদায় করে দিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করল নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব।
বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস-আবাহনী। এই ম্যাচে যারা জিতবে তারা ফাইনালে মোকাবেলা করবে সাইফ স্পোর্টিং ক্লাবকে।
খেলার ৮ মিনিটে সাইফ স্পোর্টিংয়ের নাইজেরিয়ান ডিফেন্ডার এমানুয়েল বাঁ পায়ের জোরালে শটে গোল নিশ্চিত করেন।
৭১ মিনিটে কেনেথের শটে ব্যবধান দ্বিগুণ করে সাইফ স্পোর্টিং। খেলার একেবারে শেষ মুহূর্তে সতীর্থের বাড়ানো বলে ডান পায়ের বাঁকানো শটে ব্যবধান আরও বাড়ান আরাফাত।