প্রতারণার অভিযোগে আটক বলিউডের আইটেম ডান্সার
সবুজদেশ ডেস্কঃ
আর্থিক প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগে আটক করা হল বলিউডের আইটেম ডান্সার স্বপ্না চৌধুরীকে। ভারতীয় দণ্ডবিধির ৪২০, ১২০, ৪০৬ এর বি ধারায় দায়ের করা হয় অভিযোগ।
দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উয়িংয়ের তরফে স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
একটি ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির তরফে স্বপ্নার বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। স্বপ্নার পাশাপাশি তার মা এবং ভাইয়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়। ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির তরফে অভিযোগ করা হয়, বিগ বসের প্রাক্তন প্রতিযোগীর সঙ্গে তাদের চুক্তি হয়েছিল। যে চুক্তি অনুযায়ী স্বপ্না তাদের কোম্পানির কথা ছাড়া কোনও কাজ করতে পারবেন না বলে স্থির হয়। স্বপ্নার হয়ে তারাই বিভিন্ন অনুষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে চুক্তি করবে বলেও স্থির হয়।ওই ট্যলেন্ট কোম্পানির সঙ্গে চুক্তি করেও স্বপ্না তা ভেঙে ফেলেন বলে অভিযোগ।
শুধু তই নয়, স্বপ্না চৌধুরী ওই সংস্থার কাছ থেকে টাকা নিয়েও তা ফেরৎ দেননি বলেও করা হয় অভিযোগ। বিশ্বাসভঙ্গ এবং আর্থিক প্রতারণার অভিযোগেই স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সংশ্লিষ্ঠ সংস্থা। যদিও বিগ বসের প্রাক্তন প্রতিযোগীর তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। মুখ খোলেননি স্বপ্না চৌধুরীর স্বামী বীর সাহুও।