ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে সমাবেশের অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট

Reporter Name

সবুজদেশ ডেক্সঃ সম্প্রতি জন্ম নেয়া জাতীয় ঐক্যফ্রন্ট সিলেটে সমাবেশ করার অনুমতি পেয়েছে। আগামী ২৩ অক্টোবর দুপুর ১টায় সিলেট রেজিস্ট্রার মাঠে এ জনসমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট৷  গতকাল বুধবার রাতে এক বৈঠক থেকে চলতি অক্টোবরেই সিলেটসহ তিনটি বিভাগীয় শহরে সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।

সিলেটে আগামী মঙ্গলবার সমাবেশের অনুমতি পাওয়ার বিষয়টি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

এর আগে গতকাল রাতে ফ্রন্টের প্রথম বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, ঐক্যফ্রন্ট দেশের তিনটি বিভাগীয় শহরে জনসমাবেশ করবে। প্রথমে সিলেটে ২৩ অক্টোবর, ২৭ অক্টোবর চট্টগ্রাম এবং ৩০ অক্টোবর রাজশাহীতে।

গত রাতে ফ্রন্টের এমন সিদ্ধান্ত নেয়ার পর পর সিলেটের স্থানীয় নেতারা জনসমাবেশ করার অনুমতি চায় প্রশাসনের কাছে।

ওইদিন সিলেটে হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জিয়ারত করার পর দুপুর ১টায় জনসমাবেশ করবে ঐক্যফ্রন্ট।

প্রসঙ্গত, কয়েক দিন আগে বিএনপিকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেন প্রখ্যাত আইনজীবী ড. কামাল হোসেন। জোটে আরও রয়েছে আ স ম রবের জেএসডি এবং মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য। এ ছাড়া বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াত ছাড়া অধিকাংশ দলই ঐক্যফ্রন্টের সঙ্গে রয়েছে।

About Author Information
আপডেট সময় : ০১:০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮
১০৯৫ Time View

সিলেটে সমাবেশের অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট

আপডেট সময় : ০১:০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮

সবুজদেশ ডেক্সঃ সম্প্রতি জন্ম নেয়া জাতীয় ঐক্যফ্রন্ট সিলেটে সমাবেশ করার অনুমতি পেয়েছে। আগামী ২৩ অক্টোবর দুপুর ১টায় সিলেট রেজিস্ট্রার মাঠে এ জনসমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট৷  গতকাল বুধবার রাতে এক বৈঠক থেকে চলতি অক্টোবরেই সিলেটসহ তিনটি বিভাগীয় শহরে সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।

সিলেটে আগামী মঙ্গলবার সমাবেশের অনুমতি পাওয়ার বিষয়টি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

এর আগে গতকাল রাতে ফ্রন্টের প্রথম বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, ঐক্যফ্রন্ট দেশের তিনটি বিভাগীয় শহরে জনসমাবেশ করবে। প্রথমে সিলেটে ২৩ অক্টোবর, ২৭ অক্টোবর চট্টগ্রাম এবং ৩০ অক্টোবর রাজশাহীতে।

গত রাতে ফ্রন্টের এমন সিদ্ধান্ত নেয়ার পর পর সিলেটের স্থানীয় নেতারা জনসমাবেশ করার অনুমতি চায় প্রশাসনের কাছে।

ওইদিন সিলেটে হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জিয়ারত করার পর দুপুর ১টায় জনসমাবেশ করবে ঐক্যফ্রন্ট।

প্রসঙ্গত, কয়েক দিন আগে বিএনপিকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেন প্রখ্যাত আইনজীবী ড. কামাল হোসেন। জোটে আরও রয়েছে আ স ম রবের জেএসডি এবং মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য। এ ছাড়া বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াত ছাড়া অধিকাংশ দলই ঐক্যফ্রন্টের সঙ্গে রয়েছে।