ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন ডু প্লেসি

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। নিজের অবসর ঘোষণার পর ডু প্লেসি জানান, তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের পরেই দীর্ঘতম ফরমেট থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। সিরিজ স্থগিত হয়ে যাওয়ায় অবিলম্বে টেস্ট ক্রিকেট থেকে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন।

সোশ্যাল মিডিয়ার বিজ্ঞপ্তিতে ডু প্লেসি লেখেন, ‘আমার হৃদয় একেবারে স্বচ্ছ। নতুন অধ্যায় শুরু করার এটাই সঠিক সময়’।

তিনি আরো লেখেন, ‘সব ফরমেটে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা আমার কাছে গর্বের। তবে এবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় এসেছে’।

২০১২ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় ডু প্লেসির। সদ্য সমাপ্ত পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডিতে কেরিয়ারের শেষ টেস্ট খেলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার হয়ে মোট ৬৯টি টেস্টে মাঠে নামেন ডু প্লেসি। ৪০.০২ গড়ে ৪১৬৩ রান সংগ্রহ করেছেন তিনি। সেঞ্চুরি করেছেন ১০টি। হাফ-সেঞ্চুরি করেছেন ২১টি।

২০১৬ সালে এবি ডি ভিলিয়ার্স ক্যাপ্টেন্সি ছাড়ার পর নেতৃত্বের দায়িত্ব হাতে পান ফাফ। গত ফেব্রুয়ারিতে নেতৃত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। মোট ৩৬টি টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছেন ডু প্লেসি। তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা ১৮টি টেস্ট জিতেছে।

About Author Information
আপডেট সময় : ০৮:০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
২২৪ Time View

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন ডু প্লেসি

আপডেট সময় : ০৮:০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১

সবুজদেশ ডেস্কঃ

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। নিজের অবসর ঘোষণার পর ডু প্লেসি জানান, তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের পরেই দীর্ঘতম ফরমেট থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। সিরিজ স্থগিত হয়ে যাওয়ায় অবিলম্বে টেস্ট ক্রিকেট থেকে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন।

সোশ্যাল মিডিয়ার বিজ্ঞপ্তিতে ডু প্লেসি লেখেন, ‘আমার হৃদয় একেবারে স্বচ্ছ। নতুন অধ্যায় শুরু করার এটাই সঠিক সময়’।

তিনি আরো লেখেন, ‘সব ফরমেটে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা আমার কাছে গর্বের। তবে এবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় এসেছে’।

২০১২ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় ডু প্লেসির। সদ্য সমাপ্ত পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডিতে কেরিয়ারের শেষ টেস্ট খেলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার হয়ে মোট ৬৯টি টেস্টে মাঠে নামেন ডু প্লেসি। ৪০.০২ গড়ে ৪১৬৩ রান সংগ্রহ করেছেন তিনি। সেঞ্চুরি করেছেন ১০টি। হাফ-সেঞ্চুরি করেছেন ২১টি।

২০১৬ সালে এবি ডি ভিলিয়ার্স ক্যাপ্টেন্সি ছাড়ার পর নেতৃত্বের দায়িত্ব হাতে পান ফাফ। গত ফেব্রুয়ারিতে নেতৃত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। মোট ৩৬টি টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছেন ডু প্লেসি। তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা ১৮টি টেস্ট জিতেছে।