কবরস্থান থেকে লাশ চুরি
সবুজদেশ ডেক্সঃ ঝিনাইদহ গোবিন্দপুর কবরস্থান থেকে লাশ চুরি হয়েছে। রাতের আঁধারে দুর্বৃত্তরা কবর থেকে লাশ তুলে হাড়গুলো নিয়ে গেছে। এ ঘটনায় অনেকেই আতঙ্কিত। অগ্রনী ব্যাংকের ড্রাইভার মাহমুদুল হাসান জাহাঙ্গীর ১৪ অক্টোবর বিকালে ফরিদপুর থেকে ঢাকা যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়।
পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।মধ্যে রাতে কবর খুঁড়ে লাশ তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। কি কারণে চুরি হয়েছে, তা জানে না মৃত ব্যক্তির স্বজনরা। এ দুর্বৃত্তচক্রেরসঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে মৃতের ক্ষুব্ধ স্বজনরা। দরিগোবিন্দপুর মৃত মাহমুদুল হাসান জাহাঙ্গীরের ফুফাতো ভাই বলেন, ‘দুইদিন আগে আমার ভাই মারা যান। তাঁর মৃত্যুর দুইদিন পর সকালে কবরস্থানে গিয়ে মাটি খোঁড়া ও লাশের কাফন ও বাঁশের চাটই পড়ে থাকতে দেখি। রাতে কবর থেকে মৃতদেহ তুলে নিয়ে গেছে দৃর্বুত্তরা। বিষয়টি ঝিনাইদহ থানায় জানিয়েছি।যারা এমন অমানবিক কাজ করে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। মৃত মাহমুদুল হাসান জাহাঙ্গীরের স্ত্রী রহিমা বেগম বলেন আমার স্বামীর লাশ চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। বিষয়টি স্থানীয় সবাইকে জানিয়েছি যারা এমন অমানবিক কাজ করে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। ঝিনাইদহ সদর থানা ওসি এমদাদুল হক শেখ জানান বিষয়টি আমি শুনেছি এমন অমানবিক ঘটনার অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।