চালক’কে অজ্ঞান করে ইজি বাইক ছিনতাই
সবুজদেশ ডেক্সঃ ঝিনাইদহের কালীগঞ্জে চালককে চেতনা নাশক খাইয়ে ইজি বাইক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদ গেট এলাকায় এ ঘটনা ঘটে।চালক তোফাজ্জেল হোসেনকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে কোটচাদপুর উপজেলার কুশনা গ্রামের মৃত বিলাত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, দুপুরে একজন পুরুষ আর একজন মহিলা কালীগঞ্জ উপজেলা পরিষদের গেট থেকে কোটচাদপুর যাবার কথা বলে তার ইজিবাইক ভাড়া নেয়।এর পর সেখানে তাকে একটি কেক খেতে দেয়। পরে সে অচেতন হয়ে পড়ে। এ সুযোগে তার ইজিবাইক নিয়ে প্রতারক চক্র পালিয়ে যায়।
কালীগঞ্জ থাানর ওসি ইউনুস আলী জানান, ঘটনাটি আমরা শুনেছি। ইজি বাইক চালক তোফাজ্জেল হোসেনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার জ্ঞান ফিরলে জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।