বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে থেকে ছিটকে গেলেন টেইলর
সবুজদেশ ডেস্কঃ
ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথমটিতে খেলতে পারবেন না নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেইলর। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের পর টেইলরকেও কাছে পাচ্ছে না নিউজিল্যান্ড।
টেইলরের পরিবর্তে দলে ডাকা হয়েছে বাঁ-হাতি ব্যাটসম্যান মার্ক চাপম্যানকে।
দেশের হয়ে ৬টি ওয়ানডে ও ২৭টি টি-টুয়েন্টি ম্যাচের অভিজ্ঞতা রয়েছে ২৬ বছর বয়সী এই খেলোয়াড়ের।
গত রোববার সেন্ট্রাল স্ট্যাগস এবং ওয়েলিংটন ফায়ারবার্ডসের মধ্যকার প্ল্যাঙ্কেট শিল্ডের ম্যাচে ফিল্ডিং করার সময় ইনজুরিতে পড়েন টেইলর। প্রথম ওয়ানডে না খেলতে পারবেন না টেইলর। তেবে এ সময় তিনি দলের সাথে থাকবেন। এ সময় চিকিৎসকের পর্যবেক্ষণে থাকবেন টেইলর।
টেইলরের ইনজুরি নিয়ে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেন, ‘সিরিজ শুরুর ঠিক আগে টেইলকে হারানো হতাশার। তবে আমরা আশা করছি শেষ দুই ম্যাচে তাকে পাওয়া যাবে। বিশ্রাম ও পুনর্বাসনের পর তাকে ফিট করা যাবে।’
টেইলরের পরিবর্তে দলে সুযোগ পাওয়া চাপম্যান সম্পর্কে স্টিড বলেন, ‘দলে আসা চাপম্যানের জন্য দারুণ এক সুযোগ। সম্প্রতি সে ভালো করেছে। আমাদের বিশ্বাস, সুযোগ পেলে নিজেকে উজার করে দেবে সে।’
আগামী ২০ মার্চ ডুনেপিনের ইউনিভার্সিটি ওভালে তিন ম্যাচের সিরিজ শুরু হবে। পরে দু’টি ওয়ানডে হবে ২৩ ও ২৬ মার্চ।
সূত্র : বাসস