কিরগিজস্তানের সঙ্গে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ
সবুজদেশ ডেস্কঃ
নেপালের ত্রিদেশীয় আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলছে কিরগিজস্তান অলিম্পিক দলের বিপক্ষে। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে আছে। ৪০ মিনিটে কিরগিজদের আত্মঘাতী গোলে লিড নেয় বাংলাদেশ।
ডান দিক দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে ক্রস নিয়েছিলেন সাদ উদ্দিন। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন কিরগিজস্তানের ডিফেন্ডার কুমারবাজ উলু বাইমান।
২-০ ব্যবধানে এগিয়েই বিরতিতে যেতে পারতো বাংলাদেশ। ১৮ মিনিটে অধিনায়ক সোহেল রানার শট বক্সের মধ্যে দাঁড়ানো এক কিরগিজ ডিফেন্ডারের হাত দিয়ে বল ঠেকালেও নেপালি রেফারি তা এড়িয়ে যান।
বাংলাদেশ একাদশ
আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান, রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মতিন মিয়া, সোহেল রানা (অধিনায়ক), বিশ্বনাথ ঘোষ, হাবিবুর রহমান সোহাগ, সাদ উদ্দিন।