ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

করোনাভাইরাসে আক্রান্ত টাইগার পেসার এবাদত

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

টুর্নামেন্ট শুরুর আগেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় প্রথম রাউন্ডের ম্যাচটি খেলতে পারেননি ঢাকা মেট্রোর বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম অনিক। যার ফলে তার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

আর এবার জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের শেষ দিনে এসে করোনায় আক্রান্ত হলেন সিলেট বিভাগীয় দলের ডানহাতি পেসার এবাদত হোসেন চৌধুরী। কোভিড পজিটিভ হওয়ায় খুলনার বিপক্ষে ম্যাচের শেষদিন মাঠে নামতে পারেননি এবাদত।

বুধবার এবাদতের শরীরে করোনাভাইরাসের মৃদু লক্ষ্মণ দেখা দিলে, সতর্কতাস্বরুপ করানো হয়েছিল করোনা পরীক্ষা। আজ (বৃহস্পতিবার) সেই পরীক্ষার ফল পাওয়া গেছে পজিটিভ। এবাদতের করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন সিলেট দলের ম্যানেজার মোস্তফা ফরিদুল হোসেন।

করোনায় আক্রান্ত হওয়ার কারণে আজ ম্যাচের শেষদিন এবাদতকে ছাড়াই খেলতে নেমেছিল সিলেট। তবে আইসিসির নতুন প্রণীত নিয়ম মোতাবেক করোনা সাব হিসেবে এবাদতের জায়গায় আরেক ডানহাতি পেসার রেজাউর রহমান রাজাকে নামায় তারা।

এতে অবশ্য ম্যাচের ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৮ উইকেটে হেরেছে সিলেট। মাত্র ৭৩ রান তাড়া করতে নেমে যে ২ উইকেট হারিয়েছে খুলনা, তার একটি নিয়েছেন এবাদতের বদলি খেলোয়াড় রেজাউর রাজা।

দ্বিতীয় ইনিংসে এক ওভারই বোলিং করেছেন রাজা। এছাড়া ব্যাট হাতে সিলেটের দ্বিতীয় ইনিংসে ২৯ বল খেলে ১৪ রান করেছেন ২২ বছর বয়সী এ তরুণ।

কোভিড পজিটিভ হয়ে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার আগে প্রথম ইনিংসে ব্যাট হাতে ২ রানের পাশাপাশি বল হাতে ৩ উইকেট নিয়েছিলেন এবাদত।

About Author Information
আপডেট সময় : ০৮:৫৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
২০১ Time View

করোনাভাইরাসে আক্রান্ত টাইগার পেসার এবাদত

আপডেট সময় : ০৮:৫৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১

সবুজদেশ ডেস্কঃ

টুর্নামেন্ট শুরুর আগেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় প্রথম রাউন্ডের ম্যাচটি খেলতে পারেননি ঢাকা মেট্রোর বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম অনিক। যার ফলে তার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

আর এবার জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের শেষ দিনে এসে করোনায় আক্রান্ত হলেন সিলেট বিভাগীয় দলের ডানহাতি পেসার এবাদত হোসেন চৌধুরী। কোভিড পজিটিভ হওয়ায় খুলনার বিপক্ষে ম্যাচের শেষদিন মাঠে নামতে পারেননি এবাদত।

বুধবার এবাদতের শরীরে করোনাভাইরাসের মৃদু লক্ষ্মণ দেখা দিলে, সতর্কতাস্বরুপ করানো হয়েছিল করোনা পরীক্ষা। আজ (বৃহস্পতিবার) সেই পরীক্ষার ফল পাওয়া গেছে পজিটিভ। এবাদতের করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন সিলেট দলের ম্যানেজার মোস্তফা ফরিদুল হোসেন।

করোনায় আক্রান্ত হওয়ার কারণে আজ ম্যাচের শেষদিন এবাদতকে ছাড়াই খেলতে নেমেছিল সিলেট। তবে আইসিসির নতুন প্রণীত নিয়ম মোতাবেক করোনা সাব হিসেবে এবাদতের জায়গায় আরেক ডানহাতি পেসার রেজাউর রহমান রাজাকে নামায় তারা।

এতে অবশ্য ম্যাচের ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৮ উইকেটে হেরেছে সিলেট। মাত্র ৭৩ রান তাড়া করতে নেমে যে ২ উইকেট হারিয়েছে খুলনা, তার একটি নিয়েছেন এবাদতের বদলি খেলোয়াড় রেজাউর রাজা।

দ্বিতীয় ইনিংসে এক ওভারই বোলিং করেছেন রাজা। এছাড়া ব্যাট হাতে সিলেটের দ্বিতীয় ইনিংসে ২৯ বল খেলে ১৪ রান করেছেন ২২ বছর বয়সী এ তরুণ।

কোভিড পজিটিভ হয়ে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার আগে প্রথম ইনিংসে ব্যাট হাতে ২ রানের পাশাপাশি বল হাতে ৩ উইকেট নিয়েছিলেন এবাদত।