ঝিনাইদহে নতুন ১৯ জন করোনায় আক্রান্ত (এলাকাসহ)
নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহে নতুন করে ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫০৫ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৩৫৭ জন ও মৃত্যু হয়েছে ৪১ জনের।
মঙ্গলবার ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ৫২ টি নমুনার ফলাফলের মধ্যে ১৯ জনের পজেটিভ রিপোর্ট আসার বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম।
আক্রান্তদের এলাকাঃ
ঝিনাইদহ সদর- ১.এইচ এস এস রোড ২.বকুলতলা ৩. মহিলা কলেজ পাড়া ৪. পবহাটি (২) ৫. আদর্শপাড়া ৬. চাকলাপাড়া (৩) ৭. হামদহ ৮. মডার্ণপাড়া ৯. আরাপপুর ১০. বারোইখালি
শৈলকূপা- ১. শাংরা ২. খুলুমবাড়িয়া ৩. শীতলীবাজার
কোটচাঁদপুর- ১. জালালপুর
হরিণাকুন্ডু- ১. বাকছুয়া ২. মন্ডলতলা (২) ৩. তালবাড়িয়া ৪. বিনোদপুর
কালীগঞ্জ- ১.কাশীপুর