মসজিদের বারান্দায় ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, ইমাম আটক
যশোরঃ
যশোরের কেশবপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে পুলিশ ইমরান হোসেন নামে মসজিদের এক ইমামকে আটক করেছে। সোমবার (০৫ এপ্রিল) সন্ধ্যায় তিনি মসজিদের বারান্দায় আরবি পড়ানো শেষে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মঙ্গলবার সকালে ওই ইমামকে যশোর আদালতে সোপর্দ করা হয়। এছাড়া শিশুর জবানবন্দী নেয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার মধ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদে পৌরসভার ভবানীপুর এলাকার খোরশেদ আলীর ছেলে ইমরান হোসেন (২৪) প্রায় ৪ বছর ইমামতি করেন ও শিশুদের আরবি পড়ান। সোমবার সন্ধ্যায় তিনি মসজিদের বারান্দায় আরবি পড়ানো শেষে অন্যদের ছুটি দিয়ে ওই শিশুকে (৬) থাকতে বলেন। পরে তাকে একা পেয়ে ধর্ষণ চেষ্টা চালান। শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি জানালে এলাকাবাসী ইমামকে আটক করে সোমবার রাতে পুলিশের হাতে তুলে দেন।
এ ঘটনা উল্লেখ করে শিশুর বাবা বাদী হয়ে ওই ইমামের বিরুদ্ধে কেশবপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আটক ইমাম ইমরান হোসেনকে মঙ্গলবার সকালে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে শিশুটির জবানবন্দি নেয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।