নাম পরিবর্তন হলো ফরিদপুর মেডিকেলের
ফরিদপুরঃ
‘ফরিদপুর মেডিকেল কলেজ’ ও ‘ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল’ এর নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর’ এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর’ নামকরণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নুর। গত ৪ এপ্রিল স্বাক্ষর হওয়া প্রজ্ঞাপনের কপি মঙ্গলবার বুঝে নেয় কর্তৃপক্ষ।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ফরিদপুরের অধ্যক্ষ ডা. মো. মোস্তাফিজুর রহমান বলেন, নাম পরিবর্তনের খবরে আমরা শিক্ষক ও শিক্ষার্থীসহ সবাই উচ্ছ্বসিত।
প্রতিষ্ঠানটির নাম বঙ্গবন্ধুর নামে হওয়ায় এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে যারা চিকিৎসাসেবায় নিবেদিত হবেন, নিশ্চই তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবেন।