ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ট্রাক-বাসের সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ১০

Reporter Name

সবুজদেশ ডেক্সঃ পঞ্চগড়ে ট্রাক ও বাসের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। শুক্রবার রাত পৌনে আটটার দিকে দশমাইল এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম আজম ১০ জন নিহত হওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন লাভলী বেগম (২৯) ও তাঁর ছেলে ইয়াসিন আলী (৭), অনিত্য (২০), রাহেলা (৩৫), ফরিদুল ইসলাম (৩০), রেজাউল (২০), রাসেল (২০), ইউনূস আলী (২৮), মোজাম্মেল হক (৩৫) ও মনির (৬)। নিহত লাভলীর স্বামীর নাম সাইদুল ইসলাম। তাঁদের বাড়ি সাতমেরা ইউনিয়নের জোত হাসনা এলাকায়। বাকি ব্যক্তিদের বাড়ির ঠিকানা প্রাথমিকভাবে জানা যায়নি।

পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা ও পুলিশ গিয়ে উদ্ধার অভিযান চালায়। আহত ব্যক্তিরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে আটটার দিকে পঞ্চগড় শহর থেকে যাত্রীবাহী একটি বাস বাংলাবান্ধার দিকে যাচ্ছিল। এ সময় তেঁতুলিয়া থেকে বিদ্যুতের খুঁটিবাহী একটি ট্রাক পঞ্চগড় শহরের দিকে আসছিল। দশমাইল বাজারে ট্রাকটির বাঁ পাশে বরযাত্রীবাহী একটি বাস দাঁড়ানো ছিল। এই বাসটিকে পাশ কাটতে গিয়ে সামনে থেকে আসা যাত্রীবাহী বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকটির। এতে ঘটনাস্থলেই পাঁচজন, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর তিনজন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে দুজন মারা যান।

এ দিকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও সাতজন। এ নিয়ে গত ৬১০ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন ৫ হাজার ৪৩৮ জন।

About Author Information
আপডেট সময় : ১২:৫৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮
৭৫১ Time View

পঞ্চগড়ে ট্রাক-বাসের সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ১০

আপডেট সময় : ১২:৫৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮

সবুজদেশ ডেক্সঃ পঞ্চগড়ে ট্রাক ও বাসের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। শুক্রবার রাত পৌনে আটটার দিকে দশমাইল এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম আজম ১০ জন নিহত হওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন লাভলী বেগম (২৯) ও তাঁর ছেলে ইয়াসিন আলী (৭), অনিত্য (২০), রাহেলা (৩৫), ফরিদুল ইসলাম (৩০), রেজাউল (২০), রাসেল (২০), ইউনূস আলী (২৮), মোজাম্মেল হক (৩৫) ও মনির (৬)। নিহত লাভলীর স্বামীর নাম সাইদুল ইসলাম। তাঁদের বাড়ি সাতমেরা ইউনিয়নের জোত হাসনা এলাকায়। বাকি ব্যক্তিদের বাড়ির ঠিকানা প্রাথমিকভাবে জানা যায়নি।

পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা ও পুলিশ গিয়ে উদ্ধার অভিযান চালায়। আহত ব্যক্তিরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে আটটার দিকে পঞ্চগড় শহর থেকে যাত্রীবাহী একটি বাস বাংলাবান্ধার দিকে যাচ্ছিল। এ সময় তেঁতুলিয়া থেকে বিদ্যুতের খুঁটিবাহী একটি ট্রাক পঞ্চগড় শহরের দিকে আসছিল। দশমাইল বাজারে ট্রাকটির বাঁ পাশে বরযাত্রীবাহী একটি বাস দাঁড়ানো ছিল। এই বাসটিকে পাশ কাটতে গিয়ে সামনে থেকে আসা যাত্রীবাহী বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকটির। এতে ঘটনাস্থলেই পাঁচজন, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর তিনজন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে দুজন মারা যান।

এ দিকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও সাতজন। এ নিয়ে গত ৬১০ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন ৫ হাজার ৪৩৮ জন।