নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপির তরফ থেকেও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, খালেদার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল, তিনি ভালো আছেন।
রোববার (১১ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হয়েছে। তার টেস্ট রিপোর্ট পজেটিভ। তিনি করোনা আক্রান্ত হয়েছেন। প্রফেসর ড. এফ এম সিদ্দিকীর নেতৃত্বে ব্যক্তিগত চিকিৎসকদের নিয়ে চিকিৎসা শুরু হয়েছে। তিনি স্ট্যাবল (স্থিতিশীল) আছেন, ভালো আছেন। শরীরে টেমপারাচার (তাপমাত্রা) নাই। অন্য কোন উপসর্গ নেই।
তিনি আরো জানান, তার চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বিএনপি প্রধান তার করোনা মুক্তির জন্য দোয়া চেয়েছেন জানিয়ে ফখরুল দলীয় নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে দোয়া করার আহ্বান জানান।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদফতর। ১১ এপ্রিল প্রকাশিত খালেদা জিয়ার করোনা পরীক্ষার রেজাল্ট ‘পজিটিভ’ আসে বলে জানানো হয়।