চট্টগ্রামে ঐক্যফ্রন্টের জনসভা শুরু
সবুজদেশ ডেক্সঃ চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত জনসভা শুরু হয়েছে। জনসভাস্থলে ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের ঢল নেমেছে।
শনিবার বেলা তিন টায় এই জনসভা শুরু হলেও জনসভাকে ঘিরে সকাল থেকে নেতাকর্মীদের মধ্য ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দূর-দূরান্তের মানুষ বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে করে জনসভাস্থলে জড়ো হয়েছেন নেতাকর্মীরা।
এর আগে শনিবার সকালে সমাবেশে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছান জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। চট্টগ্রাম পৌঁছে তারা হজরত শাহ আমানত (রহ.) এর মাজার জিয়ারত করেন।