ঢাকা ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কালিগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • ৩৬০ বার পড়া হয়েছে।

সাতক্ষীরাঃ

সাতক্ষীরার কালিগঞ্জে পারিবারিক কলহের জের ধরে সালেহা পারভীন (২৪) নামের এক তরুণী গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার মৌতলা গ্রামে এঘটনা ঘটে। আত্মহননকারি গৃহবধূ সালেহা পারভীন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের মীর্জাপাড়া এলাকার আব্দুর রাজ্জাক কারিকরের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য মির্জা ছাদেক হোসেন জানান, সকালে সালেহা ও তার স্বামী আব্দুর রাজ্জাকের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এসময় আব্দুর রাজ্জাক তার স্ত্রীকে মারধর করে। পরবর্তীতে বাড়িত কেউ না থাকার সুযোগে স্বামীর উপরে অভিমান করে রশির সাহায্য ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করেন সালেহা পারভীন। পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। তবে আত্মহননকারি গৃহবধূর স্বামী রাজ্জাক কারিকর স্ত্রীকে বকাবকি করার বিষয়টি স্বীকার করলেও মারধরের বিষয়টি সঠিক নয় বলে দাবি করেছেন।

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার পর এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

Tag :

কালিগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

Update Time : ০৭:৩৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১

সাতক্ষীরাঃ

সাতক্ষীরার কালিগঞ্জে পারিবারিক কলহের জের ধরে সালেহা পারভীন (২৪) নামের এক তরুণী গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার মৌতলা গ্রামে এঘটনা ঘটে। আত্মহননকারি গৃহবধূ সালেহা পারভীন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের মীর্জাপাড়া এলাকার আব্দুর রাজ্জাক কারিকরের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য মির্জা ছাদেক হোসেন জানান, সকালে সালেহা ও তার স্বামী আব্দুর রাজ্জাকের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এসময় আব্দুর রাজ্জাক তার স্ত্রীকে মারধর করে। পরবর্তীতে বাড়িত কেউ না থাকার সুযোগে স্বামীর উপরে অভিমান করে রশির সাহায্য ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করেন সালেহা পারভীন। পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। তবে আত্মহননকারি গৃহবধূর স্বামী রাজ্জাক কারিকর স্ত্রীকে বকাবকি করার বিষয়টি স্বীকার করলেও মারধরের বিষয়টি সঠিক নয় বলে দাবি করেছেন।

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার পর এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।