ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শ্যামনগরের সেই শিক্ষক গ্রেপ্তার, নাবালিকা ছাত্রী উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৮:৩১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
  • ২৯৫ বার পড়া হয়েছে।

সাতক্ষীরাঃ

সাতক্ষীরায় হিন্দু সম্প্রদায়ের এক নাবালিকা ছাত্রীকে অপহরণের পর ধর্মান্তরিত করে বিয়ে করার অভিযোগে শ্যামনগর উপজেলার নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন কৈয়া গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে । এ সময় অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম মোহাইমেনুর রশিদ শুক্রবার বিকেল চারটায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার দুপুর একটার দিকে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন কৈয়া বাজারের পার্শ্ববর্তী এক আত্মীয়ের বাড়ি থেকে প্রধান শিক্ষক শামীম আহম্মেদকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।

শামীম আহম্মেদকে জিজ্ঞাসাবাদ  শেষে শনিবার আদালতে পাঠানো হবে। একই দিনে ভিকটিমকে ২২ ধারার জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার জন্য আদালতে ও সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হবে।

উল্লেখ্য,গত ২ এপ্রিল সন্ন্যাসী অধিকারীর কলেজ পড়ুয়া মেয়ে সকালে প্রাইভেট পড়তে গিয়ে আর বাড়ি না ফেরায় পরদিন তিনি শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরী (১৮২)করেন।

এরপর গত ৭ এপ্রিল ফেইসবুকে তার মেয়ে ও প্রধান শিক্ষক শামীম আহমেদ খুলনার এক নোটারী পাবলিকের কার্যালয়ে বসে ধর্মান্তরিত হওয়া ও বিয়ে সংক্রান্ত এক নন জুডিশিয়াল স্টাম্পে সাক্ষর করছেন এমন ছবি দেখতে পেয়ে স্থানীয়রা তাকে জানান।

ঐ দিনই সন্ন্যাসী অধিকারী বাদি হয়ে নূরনগর আশালতা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক শামীম আহমেদ এর বিরুদ্ধে শ্যামনগর থানায় তার নাবালিকা মেয়েকে অপহরণ ও ধর্মান্তরিত করার অভিযোগে একটি মামলা করেন।

Tag :

শ্যামনগরের সেই শিক্ষক গ্রেপ্তার, নাবালিকা ছাত্রী উদ্ধার

Update Time : ০৮:৩১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১

সাতক্ষীরাঃ

সাতক্ষীরায় হিন্দু সম্প্রদায়ের এক নাবালিকা ছাত্রীকে অপহরণের পর ধর্মান্তরিত করে বিয়ে করার অভিযোগে শ্যামনগর উপজেলার নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন কৈয়া গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে । এ সময় অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম মোহাইমেনুর রশিদ শুক্রবার বিকেল চারটায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার দুপুর একটার দিকে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন কৈয়া বাজারের পার্শ্ববর্তী এক আত্মীয়ের বাড়ি থেকে প্রধান শিক্ষক শামীম আহম্মেদকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।

শামীম আহম্মেদকে জিজ্ঞাসাবাদ  শেষে শনিবার আদালতে পাঠানো হবে। একই দিনে ভিকটিমকে ২২ ধারার জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার জন্য আদালতে ও সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হবে।

উল্লেখ্য,গত ২ এপ্রিল সন্ন্যাসী অধিকারীর কলেজ পড়ুয়া মেয়ে সকালে প্রাইভেট পড়তে গিয়ে আর বাড়ি না ফেরায় পরদিন তিনি শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরী (১৮২)করেন।

এরপর গত ৭ এপ্রিল ফেইসবুকে তার মেয়ে ও প্রধান শিক্ষক শামীম আহমেদ খুলনার এক নোটারী পাবলিকের কার্যালয়ে বসে ধর্মান্তরিত হওয়া ও বিয়ে সংক্রান্ত এক নন জুডিশিয়াল স্টাম্পে সাক্ষর করছেন এমন ছবি দেখতে পেয়ে স্থানীয়রা তাকে জানান।

ঐ দিনই সন্ন্যাসী অধিকারী বাদি হয়ে নূরনগর আশালতা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক শামীম আহমেদ এর বিরুদ্ধে শ্যামনগর থানায় তার নাবালিকা মেয়েকে অপহরণ ও ধর্মান্তরিত করার অভিযোগে একটি মামলা করেন।