সাতক্ষীরায় ধান ক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার
সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় তালা উপজেলায় ফসলের ক্ষেতের ধারের ড্রেনে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামে। স্থানীয় মসজিদের পাশে লাশটি পড়ে থাকতে দেখা যায়।
পাটকেলঘাটা থানার এস আই আব্দুস সবুর জানান, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামে স্থানীয় মসজিদের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
নগরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু জানান, উদ্ধারকৃত মরদেহটি স্থানীয় গৃহবধু ফেরদৌসী পারভিনের (৪৫)। এই গৃহবধুর দুই স্বামী আছে প্রথম স্বামী শেখ আব্দুল্লাহ ও দ্বিতীয় স্বামী আব্দুস সবুর। ফেরদৌসি থাকতেন প্রথম স্বামী শেখ আব্দুল্লাহ’র কাছে। কিন্তু তার সন্তানদের সাথে ফেরদৌসীর জমির ফসল নিয়ে মতবিরোধ ছিল। সকালে স্থানীয়রা ফসলের ক্ষেতের ড্রেনে ফেরদৌসির মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।