ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে দেয়াল চাপা পড়ে শিশুর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৮:২৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
  • ২৭৬ বার পড়া হয়েছে।

ফাইল ছবি

যশোরঃ

বাঘারপাড়ায় বসতঘরের দেয়াল চাপা পড়ে মাহিম হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) ধলগ্রাম ইউনিয়নের কবিরভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
মাহিম হোসেনের বাবা ওই গ্রামের কৃষক বিল্লাল ফকির।

স্থানীয়রা জানান, সকাল আটটার দিকে মাহিম বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে সে নির্মাণাধীন বসতঘরের ইটের কাঁচা গাঁথুনির জন্যে নির্মিত বাঁশের ভারার উপর ওঠে। হঠাৎ করে দেয়ালটি পড়ে গেলে নিচে চাপা পড়ে মাহিম। পরে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

বাঘারপাড়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও  আবাসিক মেডিকেল অফিসার ডা. কৌশিক আশরাফ বলেন, ‘শিশুটির শরীর থেকে প্রচুর রক্ত ঝরেছে। তাৎক্ষণিক রক্ত বন্ধ না হওয়ায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন বলেন, নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ না দেওয়ায় একটি অপমৃত্যু মামলা করেছে। শিশুটির মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সবুজদেশ নিউজ/এস ইউ

Tag :

যশোরে দেয়াল চাপা পড়ে শিশুর মৃত্যু

Update Time : ০৮:২৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১

যশোরঃ

বাঘারপাড়ায় বসতঘরের দেয়াল চাপা পড়ে মাহিম হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) ধলগ্রাম ইউনিয়নের কবিরভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
মাহিম হোসেনের বাবা ওই গ্রামের কৃষক বিল্লাল ফকির।

স্থানীয়রা জানান, সকাল আটটার দিকে মাহিম বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে সে নির্মাণাধীন বসতঘরের ইটের কাঁচা গাঁথুনির জন্যে নির্মিত বাঁশের ভারার উপর ওঠে। হঠাৎ করে দেয়ালটি পড়ে গেলে নিচে চাপা পড়ে মাহিম। পরে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

বাঘারপাড়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও  আবাসিক মেডিকেল অফিসার ডা. কৌশিক আশরাফ বলেন, ‘শিশুটির শরীর থেকে প্রচুর রক্ত ঝরেছে। তাৎক্ষণিক রক্ত বন্ধ না হওয়ায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন বলেন, নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ না দেওয়ায় একটি অপমৃত্যু মামলা করেছে। শিশুটির মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সবুজদেশ নিউজ/এস ইউ