মনমোহন সিং করোনায় আক্রান্ত
সবুজদেশ ডেস্কঃ
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার তার রিপোর্ট পজিটিভ আসে। ইতিমধ্যেই তাঁকে দিল্লির এইমস (AIIMS) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার করোনা নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লেখেন মনমোহন সিং। সেই চিঠিতে তিনি কোভিড নিয়ন্ত্রণে আনার জন্য পাঁচটি পরামর্শ দেন। পাঁচ পাতার এই চিঠিতে বর্ষীয়ান কংগ্রেস নেতা পরামর্শ দেন, সংখ্যার দিকে না তাকিয়ে, জনসংখ্যার অধিক শতাংশকে টিকা দেওয়া উচিত।
মনমোহন সিং এর করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়াতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন, এই মাত্র খবর পেলাম যে মনমোহন সিংজি করোনায় আক্রান্ত হয়েছেন। স্যর আমাদের প্রার্থনা আপনার সঙ্গে রয়েছে। আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।
সবুজদেশ নিউজ/এস ইউ