ঝিনাইদহে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল শিশুর
নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহে বিদ্যুৎস্পর্শে জিহাদ (১০) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার কালুহাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
জিহাদ ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং কালুহাটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।
সদর উপজেলার বেতাই পুলিশ ক্যাম্পের ইনচার্জ সিরাজুল আলম জানান, সকাল দশটার দিকে জিহাদ তার দুই বন্ধুকে নিয়ে রাস্তার ধারে পুকুরে পানি সেচে মাছ ধরতে গিয়েছিল। কিন্তু বিদ্যুতের তার ছিড়ে পুকুরে পড়ায় পানি বিদ্যুতায়িত ছিল। জিহাদ আগে পুকুরে নামলে সে বিদ্যুতের সংস্পর্শে আসে। বিষয়টি বুঝতে পেরে তার দুই বন্ধু চিৎকার শুরু করে।
এসময় স্থানীয়রা এসে জিহাদকে উদ্ধার করেন। কিন্তু উদ্ধারের কিছুক্ষণ পরেই সে মারা যায়।
তিনি আরো জানান, ওই গ্রামেরই নাজির আহমেদের বাড়ি থেকে পুকুরের ওপর দিয়ে পাশের একটি মুরগির খামারে বিদ্যুতের সংযোগ নেওয়া ছিল। ওই তার ছিড়ে পুকুরে পড়ে ছিল।
সবুজদেশ নিউজ/এস ইউ