কালীগঞ্জে ২ কেজি গাঁজাসহ যুবক আটক
শোয়াইব উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ সাইদুল ইসলাম (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটক সাইদুল ইসলাম মহেশপুর উপজেলার পাচবাড়ীয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার বারোবাজার-হাকিমপুর সড়কের চাঁদপাড়া এলাকা থেকে এসআই জাকারিয়া মাসুদ, এসআই আবুল কাশেম, এসআই সুজাত আলী, এসআই আশিকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইদুল ইসলামকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।