ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মেয়ে সন্তান জন্ম দেওয়ায় হেলিকপ্টারে ছেলের বউকে আনলেন শ্বশুর

Reporter Name

ছবি: এনডিটিভি।

সবুজদেশ ডেস্কঃ

কন্যা সন্তান জন্ম দেওয়ার হেলিকপ্টার পাঠিয়ে ছেলের বউকে বাড়িতে এনেছেন শ্বশুর। বুধবার এ ঘটনা ঘটেছে ভারতের নগৌর জেলায়। 

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, হনুমান প্রাজপতের স্ত্রী চুকি দেবী ৩ মার্চ নগৌর জেলা হাসপাতালে এক কন্যা সন্তানের জন্ম দেন।সন্তান হওয়ার পর সেখান থেকে বাবার বাড়ি হারসোলাভ গ্রামে চলে যান ওই নারী। ৪০ কিলোমিটার দূরেই স্ত্রীর বাবার বাড়ি। তবে হেলিকপ্টার সেই দূরত্ব ১০ মিনিটেই পাড়ি দিয়েছে।

৩৫ বছর ধরে ওই পরিবারে কোনো কন্যা সন্তানের জন্ম হয়নি। এ কারণে কন্যা সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল পরিবারটি। 

প্রজাপত জানিয়েছে, তারা বাবা মদনলাল নাতির জন্মে খুশি হয়ে হেলিকপ্টার ভাড়া করেছেন। তিনি বলেন, আমার মেয়ে রিয়ার জন্মের জন্যই এই হেলিকপ্টারের আয়োজন করা হয়েছে।যখন হেলিকপ্টারটি আমাদের গ্রামে আসে, আমাদের পরিবারের সবাই স্বাগত জানায়।   

পিটিআইকে প্রাজপত বলেন, আমরা আমার কন্যা, আমার রাজকন্যার আগমনকে খুব বিশেষ করে তুলতে চাইছিলাম। আমার কন্যাটি আমার এবং পরিবারের পক্ষে কতটা বিশেষ তা দেখানোর জন্য এটি করেছি।

About Author Information
আপডেট সময় : ০৯:৫৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
৩৪৪ Time View

মেয়ে সন্তান জন্ম দেওয়ায় হেলিকপ্টারে ছেলের বউকে আনলেন শ্বশুর

আপডেট সময় : ০৯:৫৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১

সবুজদেশ ডেস্কঃ

কন্যা সন্তান জন্ম দেওয়ার হেলিকপ্টার পাঠিয়ে ছেলের বউকে বাড়িতে এনেছেন শ্বশুর। বুধবার এ ঘটনা ঘটেছে ভারতের নগৌর জেলায়। 

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, হনুমান প্রাজপতের স্ত্রী চুকি দেবী ৩ মার্চ নগৌর জেলা হাসপাতালে এক কন্যা সন্তানের জন্ম দেন।সন্তান হওয়ার পর সেখান থেকে বাবার বাড়ি হারসোলাভ গ্রামে চলে যান ওই নারী। ৪০ কিলোমিটার দূরেই স্ত্রীর বাবার বাড়ি। তবে হেলিকপ্টার সেই দূরত্ব ১০ মিনিটেই পাড়ি দিয়েছে।

৩৫ বছর ধরে ওই পরিবারে কোনো কন্যা সন্তানের জন্ম হয়নি। এ কারণে কন্যা সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল পরিবারটি। 

প্রজাপত জানিয়েছে, তারা বাবা মদনলাল নাতির জন্মে খুশি হয়ে হেলিকপ্টার ভাড়া করেছেন। তিনি বলেন, আমার মেয়ে রিয়ার জন্মের জন্যই এই হেলিকপ্টারের আয়োজন করা হয়েছে।যখন হেলিকপ্টারটি আমাদের গ্রামে আসে, আমাদের পরিবারের সবাই স্বাগত জানায়।   

পিটিআইকে প্রাজপত বলেন, আমরা আমার কন্যা, আমার রাজকন্যার আগমনকে খুব বিশেষ করে তুলতে চাইছিলাম। আমার কন্যাটি আমার এবং পরিবারের পক্ষে কতটা বিশেষ তা দেখানোর জন্য এটি করেছি।