কালীগঞ্জে হতদরিদ্রদের মাঝে খাদ্য উপকরণ বিতারণ
নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের কালীগঞ্জে করোনা কালীন সময় ও রমজান উপলক্ষে একশ জন হতদরিদ্র বিধবার মাঝে খাদ্য উপকরণ বিতারণ করা হয়েছে।
সোমবার সকালে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজীম আনার এমপি প্রধান অতিথি থেকে এই খাদ্য সামগ্রী বিতারণ করেন। উপজেলার সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সামনে এই খাদ্য উপকরন বিতারণ করা হয়।
কালীগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী লিয়াকত আলী খান লিটনের সার্বিক সহযোগিতায় খাদ্য উপকরন বিতারণের সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী, সকল ইউপি সদস্য ও স্থানিয় সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দ। খাদ্য উপকরন সামগ্রীর মধ্যে ছিলো চাউল, ডাউল, আলু, সাবান, ও মাস্ক।