আগাম জামিন আবেদনের শুনানি হচ্ছে না বসুন্ধরা এমডির
ঢাকাঃ
গুলশানে তরুণীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলার আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ কোনো আগাম জামিন আবেদনের শুনানি আজ হচ্ছে না।
বৃহস্পতিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট (ভার্চুয়াল) বেঞ্চ আইনজীবীদের জানান লকডাউন চলা অবস্থায় কোনো আগাম জামিন আবেদন শুনবো না।
এর আগে সকালে করোনা নিয়ন্ত্রণে চলা লকডাউনে আগাম জামিনের আবেদনপত্র পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শুনানি করবেন না জানিয়ে আদালতের দরজায় স্বাক্ষর, তারিখ বিহীন একটি নোটিশ টাঙিয়ে দেয়া হয়।
পরে আদালত শুরু হওয়ার পর ১০টা ৫০ মিনিটের দিকে অন্য মামলার এক আইনজীবী আগাম জামিন আবেদন শুনানির জন্য মেনশন করেন। তখন বিচারপতি মামনুন রহমান বলেন, করোনা পরিস্থিতিতে লকডাউন চলা অবস্থায় আমরা কোনো আগাম জামিন আবেদন শুনবো না।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বুধবার জামিনের আবেদনটি করা হয়। এরপর এটি শুনানির জন্য বৃহস্পতিবার বিচারপতি মামনুন রহমানের বেঞ্চের কার্যতালিকায় রাখা হয়।
আইন অনুযায়ী কোনো আসামি হাইকোর্টে আগাম জামিন চাইলে আবেদনকারীর সশরীরে উপস্থিত হওয়ার নিয়ম রয়েছে। করোনার প্রাদুর্ভাবে লকডাউন চলাকালে যেহেতু হাইকোর্টে ভার্চুয়াল বেঞ্চ চলছে, সেক্ষেত্রে তিনি আইনজীবীর মাধ্যমে আগাম জামিন আবেদন করেছেন বলে জানান সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, গত সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গুলশান থানায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে আসামি করে মামলা করেন তার বড় বোন নুসরাত জাহান।মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।