ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এবার দৈত্যরূপে হাজির হলেন হিরো আলম

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

কোনো আলোচনা-সমালোচনাকে তোয়াক্কা না করে নিজের মতোই কাজ করে যান আশরাফুল আলম ওরফে হিরো আলম। চাইনিজ, অ্যারাবিক গানের পর এবার দৈত্যরূপে দেখা যাবে তাকে।

চাইনিজ গানের পর কয়েক দিন আগেই হিরো আলমের আরবি গান প্রকাশ পেয়েছে। আরব্য চিত্র দৃশ্যমাণ করতে তিনি মরুভূমির আদলে যমুনার চরকে বেছে নেন; যা তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দেয়। সেই গানের রেশ শেষ না হতেই এবার হাজির হচ্ছেন দৈত্যরূপে।

হিরো আলম বলেন, এবার আমি আসছি দৈত্য হয়ে। আসলে আমি তো মানুষ, কিন্তু দৈত্যরূপে আমাকে দেখা যাবে একটি নাটকে। ঈদ উপলক্ষে একটি রহস্যময় ও ভৌতিক নাটক বানানো হচ্ছে, সেখানেই আমাকে এ চেহারায় দেখা যাবে।

নাটকটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম। তবে কোন মাধ্যমে নাটকটি প্রচার হবে তা এখনো নির্দিষ্ট হয়নি।

About Author Information
আপডেট সময় : ১০:৩৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
৩০৮ Time View

এবার দৈত্যরূপে হাজির হলেন হিরো আলম

আপডেট সময় : ১০:৩৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১

সবুজদেশ ডেস্কঃ

কোনো আলোচনা-সমালোচনাকে তোয়াক্কা না করে নিজের মতোই কাজ করে যান আশরাফুল আলম ওরফে হিরো আলম। চাইনিজ, অ্যারাবিক গানের পর এবার দৈত্যরূপে দেখা যাবে তাকে।

চাইনিজ গানের পর কয়েক দিন আগেই হিরো আলমের আরবি গান প্রকাশ পেয়েছে। আরব্য চিত্র দৃশ্যমাণ করতে তিনি মরুভূমির আদলে যমুনার চরকে বেছে নেন; যা তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দেয়। সেই গানের রেশ শেষ না হতেই এবার হাজির হচ্ছেন দৈত্যরূপে।

হিরো আলম বলেন, এবার আমি আসছি দৈত্য হয়ে। আসলে আমি তো মানুষ, কিন্তু দৈত্যরূপে আমাকে দেখা যাবে একটি নাটকে। ঈদ উপলক্ষে একটি রহস্যময় ও ভৌতিক নাটক বানানো হচ্ছে, সেখানেই আমাকে এ চেহারায় দেখা যাবে।

নাটকটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম। তবে কোন মাধ্যমে নাটকটি প্রচার হবে তা এখনো নির্দিষ্ট হয়নি।